ঢাকা, ২৮ মে ২০২৩, রবিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৪ হিঃ

অনলাইন

ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে আগ্রহী ফিনিশ উদ্যোক্তা টমাস জিলিয়াকাস

মানবজমিন ডিজিটাল

(২ মাস আগে) ২৪ মার্চ ২০২৩, শুক্রবার, ১০:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২২ পূর্বাহ্ন

mzamin

ফিনিশ উদ্যোক্তা টমাস জিলিয়াকাস বলেছেন যে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড কেনার জন্য একটি দরপত্র জমা দিয়েছেন। জিলিয়াকাস ক্লাবের অর্ধেক কিনতে চান, বাকিটা ভক্তদের হাতে। যারা ক্লাবের সিদ্ধান্ত গ্রহণের সমান অংশীদার। পরে বৃহস্পতিবার, Ineos এর মালিক স্যার জিম র্যাটক্লিফ বর্ধিত সময়সীমার পরে ক্লাবটি কেনার জন্য তার দ্বিতীয় বিড জমা দেন। আগ্রহী ব্যক্তিরা বুধবার রাত ৯টা পর্যন্ত সময়সীমা শেষ হবার আগে তাদের বিডগুলি জমা দিতে পারেন। জিলিয়াকাস তার প্রস্তাব ঘোষণা না করা পর্যন্ত র্যাটক্লিফ এবং কাতারি ব্যাংকার শেখ জসিমই ছিলেন প্রকাশ্যে ঘোষিত একমাত্র দরদাতা। শেখ জসিমের কাছ থেকে এখনও কোন নিশ্চয়তা পাওয়া যায়নি তবে তিনি দ্বিতীয় দরপত্র জমা দেবেন বলে আশা করা হচ্ছে। জিলিয়াকাস বলেছেন: "যেকোনো স্পোর্টস ক্লাবের শেষ পর্যন্ত তার ভক্তদের অন্তর্ভুক্ত করে সিদ্ধান্ত নেয়া উচিত। আমার বিডটি ভক্তদের উপর নির্ভর করছে। বিলিয়নিয়ার শেখ এবং অলিগার্চরা ক্লাবগুলি দখল করে তাদের ব্যক্তিগত খেলার মাঠ হিসাবে তাদের নিয়ন্ত্রণ করুক এটা মোটেই ভালো বিষয় নয়।'' তাঁর মতে, ক্লাবটির বর্তমান বাজার মূল্য ৩.৯ বিলিয়ন ডলারের নিচে।

বিজ্ঞাপন
এর মানে হল যে যদি ক্লাবের প্রত্যেক ভক্ত ক্লাবটি কিনতে যোগ দেয়, তাহলে প্রতি ভক্তের দেয়া অর্থের মোট পরিমাণ হবে ৬ ডলারেরও কম। জিলিয়াকাস জানিয়ে দিয়েছেন তাঁর গ্রুপ ক্লাবের দখল নেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থের অর্ধেক প্রদান করবে। জিলিয়াকাস একটি অ্যাপের মাধ্যমে ভক্তদের বক্তব্য শোনার পরিকল্পনা করেছেন যেখান থেকে তারা ক্লাবের সাথে সম্পর্কিত ফুটবল সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে এবং তাদের ভোট দিতে পারে। ইউএস ইনভেস্টমেন্ট কোম্পানি এলিয়ট ক্লাবের কিছুটা শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে মালিকানা যার হাতেই যাক না কেনো। জিলিয়াকাস নতুন সোশ্যাল মিডিয়া গ্রুপ novaM গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। তিনি এর আগে HJK হেলসিঙ্কি এবং তার জন্মভূমিতে আইস হকি চ্যাম্পিয়ন জোকারিটের সাথে জড়িত ছিলেন। তিনি XXI Century Capital মাধ্যমে ইউনাইটেড কিনতে চান, যেটি তার হোল্ডিং কোম্পানির মালিকানাধীন একটি বিনিয়োগ সংস্থা।

সূত্র : বিবিসি
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status