বিনোদন
বিতর্কের মুখে স্বরা
বিনোদন ডেস্ক
২৪ মার্চ ২০২৩, শুক্রবার.webp)
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। নিজের ক্যারিয়ারে ভেসেছেন নানা আলোচনা-সমালোচনায়। তারই ধারাবাহিকতা যেন চলছে বিবাহ পরবর্তী সময়েও। সম্প্রতি তিনি আইনি বিয়ের পরে সামাজিক রীতি মেনে বিয়ে করেছেন ভিন্নধর্মী সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে। চলতি মাসে দিল্লিতে অভিনেত্রীর বড় বোনের বাড়িতে বসেছিল বিয়ের আসর। সেখানেই ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বরা। তবে বিয়ের আমন্ত্রণপত্র থেকে অনুষ্ঠানেও ছিল সম্প্রীতির ছোঁয়া। সব আটঘাট বাঁধার পরেও শেষরক্ষা হলো না। বিয়ের শেষ অনুষ্ঠানে নিজের পোশাকের জন্য ফের বিতর্কের মুখে পড়লেন স্বরা। বরেলীতে ‘ওয়ালিমা’ অনুষ্ঠানে পাকিস্তানি এক পোশাকশিল্পীর বানানো লেহেঙ্গায় সেজেছিলেন স্বরা। আর এর বিপরীতে ধন্যবাদ জ্ঞাপন করে কিছু ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন এই অভিনেত্রী। ওই ছবি পোস্ট করার পর থেকেই বিতর্কের মুখে পড়তে হয় তাকে। নেটিজেনরা বলেন, ভারতে এত নামিদামি পোশাকশিল্পী থাকতে কেন পাকিস্তানি শিল্পীর পোশাক পরলেন স্বরা? অনেকে আবার বিদ্রূপ করে এ-ও বলেন, পাকিস্তানের শিল্পীর কাছ থেকে পোশাক কিনে ও দেশের ডুবন্ত অর্থনীতিতে খুব সাহায্য করেছেন তিনি। অনেকে আবার স্বরার এই পদক্ষেপকে প্রচারে থাকার কৌশল বলেই কটাক্ষ করেছেন। তবে এত বিতর্ক সত্ত্বেও এখনো এ বিষয়ে মুখ খোলেননি স্বরা বা ফাহাদ কেউই।