ঢাকা, ২৮ মে ২০২৩, রবিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৪ হিঃ

প্রবাস

লন্ডনে স্পিকার আয়াছ মিয়ার জীবন ও কর্মশীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উম্মোচন

খালেদ মাসুদ রনি,বৃটেন প্রতিনিধি

(২ মাস আগে) ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৮:১৬ অপরাহ্ন

mzamin

লন্ডন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার এবং তিনবারের নির্বাচিত কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক এবং মানবাধিকার কর্মী অ্যাকাউন্ট্যান্ট  মো. আয়াছ মিয়ার জীবন ও কর্মশীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন সম্পন্ন হয়েছে।
বুধবার লন্ডনের বাংলা টাউনের একটি হলে  জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মোড়ক উম্মোচন সম্পন্ন হয়। অনুষ্ঠানটি  বর্তমান-মেয়র, স্পিকার কাউন্সিলর, লেখক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে নবীন- প্রবীনদের এক মিলন মেলায় পরিণত হয়।টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার এবং সাবেক কাউন্সিলর  আহবাব হোসেনের সভাপতিত্বে এবং টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের (লন্ডন) এর সভাপতি ও জকিগঞ্জ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায়   সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাহবুবুর রহমান।

 



সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বর্তমান স্পিকার কাউন্সিলর শাফি আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং ও ডাগেনহাম কাউন্সিলের মেয়র ফারুক আহমেদ, গ্রেটার লন্ডন এসেম্বলি মেম্বার উমেশ দেশাই, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র, কাউন্সিলর পারভেস চৌধুরী, ক্রয়েডন কাউন্সিলের সাবেক মেয়র, কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই, সাবেক স্পিকার খালেস উদ্দিন আহমেদ, সাবেক স্পিকার মিজান চৌধুরী, সাবেক স্পিকার রাজীব আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লিডার হেলাল উদ্দিন আব্বাস, বর্তমান লেবার লিডার এবং বিরোধী দলীয় নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও আপাসেনের প্রধান মাহমুদ হাসান, বার্কিং ও ডাগেনহাম কাউন্সিলের কেবিনেট মেম্বার কাউন্সিলর সৈয়দ ফিরুজ গনি, টাওয়ার হ্যামলেটেসের কাউন্সিলর সাবিনা খাঁন, কাউন্সিলর শাহবির হুসেন শুভ, সাবেক কাউন্সিলর  কাহার চৌধুরী, তারেক খাঁন, ওয়াইস ইসলাম, বিশ্বনাথ এডোকেশন ট্রাষ্টের ট্রেজরার আজম খাঁন, বাইতুল আমান মসজিদের চেয়ারম্যন সুপান আলী বারী, খতীব ও ওয়ান পাউন্ড হসপিটেলের ট্রেজারার মৌলানা সিরাজুল ইসলাম সাদ, চ্যানেল এস টেলিভিশনের হেড অব প্রোডাকশন ফারহান মাসুদ খাঁন, যুক্তরাজ্য জাতীয় পার্টির সভাপতি এডভোকেট এবাদ হোসাইন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামীর মাহমুদ, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আব্দুল বাসিত, রফিক হায়দার, মাসকুরা ফারহান, সাংবাদিক - আহাদ চৌধুরী বাবু, হেফাজুল করিম রাকীব, এনাম আহমাদ, খালেদ মাসুদ রনি, আব্বাস-উজ জামান, সিহাব্বুজ্জামান কামাল, জহুরুল হক, শাহীন আহমদ, রেজাউল করিম মৃধা, বিশ্বনাথ এইডের সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হুসেন কয়েছ, বিশ্বনাথ উন্নয়ন সামাজিক ট্রাস্ট ইউ.কের সভাপতি মাহফুজুর রহমান রিপন, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জিয়া।

এছাড়া আরও উপস্তিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মিসবা কামাল, স্থানীয় লেবার পার্টিক মহিলা নেত্রী নাজমা বেগম, হামিদা ইদ্রিস, কমিউনিটি ব্যক্তিত্ব মৌলানা আজমল আলী, মৌলানা রফিক আহমদ, আসিকুর রহমান, কাজী খালেদ, আব্দুল হালীম, আব্দুর রব রাজু, বিশিষ্ট ব্যবসায়ী সুনু মিয়া, তাজ উদ্দিন, জায়েদুর রহমান চৌধুরী, ফারহান আহমদ, আব্দুল মুকিত, কামাল আহমদ, রেদওয়ান আহমদ, দিলু মিয়া, আনোয়ার মিয়া, আসহাদ আহমদ, রুহুল আমীন, মাহতাব আহমদ, মাসুম আহমেদ প্রমুখ। সভা শেষে সকলের হাতে তুলে দেওয়া হয় স্পিকার ও কাউন্সিলর বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাকাউন্ট্যান্ট মোঃ আয়াছ মিয়ার জীবন ও কর্মশীর্ষক বইটি।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

বৃটিশ সরকারের ভুলের খেসারত/ ২০ বছরের আইনি লড়াইয়ে জয় পেলেন সাইফুল

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status