বিনোদন
মাহির উপলব্ধি
স্টাফ রিপোর্টার
২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
চিত্রনায়িকা মাহিয়া মাহি মা হতে চলেছেন। তার আগেই ক’দিন আগে স্বামীর সঙ্গে ওমরাহ হজ করার পর দেশে ফেরেন তিনি। যদিও দেশে ফিরেই বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন তিনি। অবশ্য ৪ ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন নায়িকা। মাহিয়া মাহির পর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন স্বামী রাকিব সরকার। গত সোমবার দুপুর আড়াইটার দিকে রকিব সরকারের আইনজীবীরা আদালতে তার জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। এদিকে মুক্ত মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন। নানা কথা ও অনুভূতি শেয়ার করেন তিনি এর মাধ্যমে। সম্প্রতি নিজের উপলব্ধির কথা শেয়ার করলেন তিনি। নিজের একটি ছবি পোস্ট করে মাহি ক্যাপশনে লেখেন, সুখ যদি থাকে সাত সমুদ্রের ওই পারে, তাহলে এই সাতটা সমুদ্র পাড়ি দেয়া আমার জন্য এক পলকের ব্যাপার। শুধু নিশ্চিত করো আমাকে, ওইপারে আসলেই সুখ আছে। এরপরই জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি। এদিকে ক’দিন আগেই মুক্তি পেয়েছে মাহি অভিনীত সিনেমা ‘বুবুজান’। সামনে তার অভিনীত নতুন আরও কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।