ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

লায়লা হাসানের নেতৃত্বে নিউ ইয়র্কে বর্ষবরণ

স্টাফ রিপোর্টার
২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
mzamin

নিউ ইয়র্কের শতকণ্ঠে ১৪৩০ বাংলা বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আহ্বায়ক নির্বাচন করা হয়েছে একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও মুক্তিযোদ্ধা লায়লা হাসানকে। উপমহাদেশের খ্যাতনামা সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাসের উপস্থিতিতে মহড়ায় অংশগ্রহণকারী শতাধিক লোকের সামনে তার নাম ঘোষণা করা হয়। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের এই আয়োজনে গান গাইতে বাংলাদেশ থেকে থাকবেন বরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। কলকাতা থেকে থাকবেন রবীন্দ্র কমলিনী মুখোপাধ্যায়। জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে ১৯শে মার্চ শতকণ্ঠে বর্ষবরণের চতুর্থ মহড়ায় এই ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন লেখক ও ডাক্তার হুমায়ুন কবির, সংগীত পরিচালক মহিতোষ তালুকদার তাপস। শতাধিক শিল্পী স্বতঃস্ফূর্তভাবে দেশাত্মবোধক গান, গণসংগীত ও পুঁথি পাঠের মহড়ায় অংশগ্রহণ করে। আহ্বায়ক ও বর্ষবরণ উৎসবের প্রধান শিল্পীর নাম ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস বলেন, আমি তন্ময় হয়ে ৪ ঘণ্টা মহড়া উপভোগ করেছি। আমি মুগ্ধ ও অভিভূত। আমাদের শত বিভাজনের মধ্যে এক হওয়ার মূলমন্ত্র বাঙালিয়ানা। সংস্কৃতি আমাদের একত্রিত করে। বিশাল ও মহৎ এই আয়োজনটি সফল করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী লায়লা হাসান বলেন, উপমহাদেশের খ্যাতনামা সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাসের উপস্থিতিতে মহড়ায় অংশগ্রহণকারী শতাধিক জন মিলে আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তাতে আমি অশেষ সম্মানিত বোধ করছি। আহ্বায়ক হিসেবে আমি আন্তরিকভাবে কাজ করবো। উত্তর আমেরিকার সকল অভিবাসীকে আমন্ত্রণ জানাই আগামী ১৪ ও ১৫ই এপ্রিলের এ উৎসবে অংশগ্রহণের  জন্য।

বিনোদন থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status