বিনোদন
নজির গড়লো ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’
বিনোদন ডেস্ক
২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
নরওয়েতে নজির গড়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। প্রথম সপ্তাহেই পেছনে ফেলেছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাকে। সন্তান পালনের বাস্তব ঘটনা নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। সিনেমাটির পরিচালক অসীমা ছিব্বার। জানা গেছে, মুক্তির সপ্তাহে নরওয়েতে ৬০ লাখ রুপির কাছাকাছি ব্যবসা করেছে রানী মুখার্জি অভিনীত সিনেমাটি। আর তাতেই পেছনে ফেলেছে শাহরুখ খানের ‘পাঠান’ এর মতো সিনেমাকে।