কলকাতা কথকতা
তিহার জেলে অনুব্রতর প্রথম রাত কেমন কাটলো?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২২ মার্চ ২০২৩, বুধবার, ৩:১৯ অপরাহ্ন
তিহার জেলে অনুব্রত মন্ডল এর প্রথম রাতটি কেমন ছিল? মঙ্গলবার রাউলস এভিনিউ কোর্টের বিচারপতি নবীন সিং ইডির আবেদনে সাড়া দিয়ে অনুব্রতকে দশ দিনের জেল হেফাজত দেন। তারপরই অনুব্রতকে নিয়ে আসা হয় তিহার জেলে। অনুব্রতকে নিজের পোশাক বদলে কয়েদিদের জন্যে ধার্য ঢিলে পাজামা পাঞ্জাবি পরতে হয়। তিহার জেলের সাত নম্বর সেলে অনুব্রতর জায়গা হয়। এই সেলেই আছেন গরু চুরির অন্যতম কিং পিন এনামুল হক, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন এবং হিসাবরক্ষক মনীশ কোঠারি, অনুব্রত তিয়ারে পৌঁছেই অসুস্থ হয়ে পড়েন। তাঁর শ্বাসকষ্ট শুরু হয়, প্রয়োজনীয় অক্সিজেন পেতে কিছু সমস্যা হয়। জেল হাসপাতালের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেন। এক সময় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথাও উঠেছিল, তার আর প্রয়োজন হয়নি। রাতে অনুব্রত তাঁর বরাদ্দ ডাল আর রুটি সামান্য দাঁতে কাটেন। রাতে মেঝেতে শুতে হয়, ঘুম ভালো হয়নি অনুব্রতর। সকালে ব্রেকফাস্ট এ রুটি আর লোপসি খেতে হয় অনুব্রতকে। বুধবার সকালে চিকিৎসক আবার পরীক্ষা করেন বীরভূমের কেষ্ট কে। বিচারকের নির্দেশে জেলের ওষুধই খেতে হবে অনুব্রত কে। বাড়তি ওষুধ লাগলে তার ব্যবস্থা তাঁর আইনজীবী করবেন।