ঢাকা, ১ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৪ হিঃ

বাংলারজমিন

দেলোয়ার হোসেনকে নিয়ে ফেসবুকে কটূক্তি বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
২২ মার্চ ২০২৩, বুধবারmzamin

বিএনপি’র প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) কটূক্তি করায়  মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট মাকসুদুর রহমান মুকুলকে কারণ দর্শনের নোটিশ দিয়েছে জেলা বিএনপি। গতকাল জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা এবং সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। পত্রপ্রাপ্তির আগামী ৩ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানের নোটিশের জবাব দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। সম্মানহানিকর এবং নিন্দনীয় মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় জনমনে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। যা দলীয় শৃংখলার পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে ওই কারণ দর্শানোর নোটিশে। জানা গেছে, জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মাকসুদুর রহমান মুকুল ২ দিন আগে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে বিএনপি’র প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনকে ‘শিক্ষিত বাজে লোক’ বলে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় মানিকগঞ্জ জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষোভ প্রকাশ করেছেন খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যরাও। জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার বলেন, বিএনপি’র প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন বিএনপি’র দুঃসময়ের কাণ্ডারি।

বিজ্ঞাপন
 দলের জন্য যার অবদান অনস্বীকার্য।  এমন একজন প্রয়াত নেতাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার দুঃসাহস যিনি দেখিয়েছেন যা দলীয় শৃংখলার পরিপন্থি।  তাকে নোটিশ করা হয়েছে। নোটিশের ৩ কর্মদিবসের মধ্যে যদি জবাব না দেয়া হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এদিকে, বিএনপি’র প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনকে নিয়ে জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট মাকসুদুর রহমান মুকুল ফেসবুকে কটূক্তি করায় ক্ষোভ প্রকাশ ও  তীব্র নিন্দা জানিয়েছেন খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যরা। খন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে জেলা বিএনপি’র সহ-সভাপতি খন্দকার আকবর হোসেন বাবলু বলেন, আমরা পারিবারিকভাবে ব্যথিত।  জরুরি অবস্থার সময় যখন দলের দুঃসময় চলছিল তখন আমার পিতা খন্দকার দেলোয়ার হোসেন বিএনপি’র হাল ধরেছিলেন। বিএনপিতে যার অবদান অনস্বীকার্য সেই প্রয়াত নেতাকে নিয়ে যিনি ফেসবুকে কটূক্তি করেছেন দলীয়ভাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যাতে ভবিষ্যতে এরকম দুঃসাহস কেউ দেখাতে না পারে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ফিলিং স্টেশনের পরিচালক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা/ ২২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status