বাংলারজমিন
দেলোয়ার হোসেনকে নিয়ে ফেসবুকে কটূক্তি বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
২২ মার্চ ২০২৩, বুধবার
বিএনপি’র প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) কটূক্তি করায় মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট মাকসুদুর রহমান মুকুলকে কারণ দর্শনের নোটিশ দিয়েছে জেলা বিএনপি। গতকাল জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা এবং সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। পত্রপ্রাপ্তির আগামী ৩ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানের নোটিশের জবাব দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। সম্মানহানিকর এবং নিন্দনীয় মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় জনমনে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। যা দলীয় শৃংখলার পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে ওই কারণ দর্শানোর নোটিশে। জানা গেছে, জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মাকসুদুর রহমান মুকুল ২ দিন আগে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে বিএনপি’র প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনকে ‘শিক্ষিত বাজে লোক’ বলে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় মানিকগঞ্জ জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষোভ প্রকাশ করেছেন খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যরাও। জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার বলেন, বিএনপি’র প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন বিএনপি’র দুঃসময়ের কাণ্ডারি।