খেলা
বিশ্বকাপে সাফল্য পেতে ‘আক্রমণাত্মক’ খেলার টোটকা লিটনের
স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৩, বুধবার
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের নজির গড়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আগের টোটালকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়ে টাইগাররা। দুই ইনিংসেই আক্রমণাত্মকভাবে খেলেছে বাংলাদেশের ব্যাটাররা। আর এভাবেই বিশ্বকাপে সাফল্য পাওয়া সম্ভব বলে জানালেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে ৩৩৮ রান তোলে বাংলাদেশ। এরপর বোলিংয়ে ছন্দ দেখিয়ে ১৮৩ রানের জয় তুলে নেয় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৩৪৯। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত না হলে হয়তো ফের বড় জয়ই পেতো সাকিব-লিটনরা। দ্বিতীয় ম্যাচ পণ্ড হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিটন বলেন, ‘যখন নিয়মিত ৩০০ থেকে ৩৫০ রান তুলছেন, বোঝা যাচ্ছে আপনি ভালো ক্রিকেট খেলছেন। আমরা আক্রমণাত্মক খেলতে চাই।