খেলা
যেভাবে কাটলো ক্রিকেটারদের ‘ছুটি’
স্পোর্টস রিপোর্টার
২২ মার্চ ২০২৩, বুধবার
বৃষ্টিতে মাঠেই নামতে পারেননি আইরিশ ব্যাটাররা। তাতে ম্যাচের ফলাফলও আসেনি। কিন্তু রেকর্ড বইয়ে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ, মুশফিকুর রহীমের দ্রুততম সেঞ্চুরি সবই জ্বলজ্বল করছে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে প্রথম দুই ওয়ানডেতে দলীয় ও ব্যক্তিগত অর্জনে দারুণ আলোকিত করেছেন ক্রিকেটাররা। সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে কাল। মাঝে একদিন ছুটির দিন। তাই বাংলাদেশ দলের কেউ এদিন যায়নি মাঠে। হোটেল রুমে বসে ছিলেন এমন নয়। ছুটির সুযোগ নিয়েই সাকিব আল হাসান উড়ে এসেছেন ঢাকাতে। বিমান বাংলাদেশের শুভেচ্ছা দূত হয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। অন্যদিকে দলের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন সিলেটের চা বাগান, সোয়াম্প ফরেস্ট (জলাভূমি বন) রাতার গুলে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, দলের ম্যানেজার নাফিস ইকবাল, তরুণ পেসার হাসান মাহমুদসহ বেশ কয়েকজন কোচিং স্টাফ ঘুরে বেরিয়েছে সিলেটের ভোলাগঞ্জে পর্যটন স্থল সাদা পাথরে। সিলেটের সন্তান স্পিনার নাসুম আহমেদ আগের রাতে নিজের বাড়িতে চলে গেছেন। গতকাল হোটেলে থাকা বাকিরা যোগ দিয়েছেন জিম সেশনে। রেকর্ড দুটি ম্যাচের পর ছুটির দিনটি টাইগাররা কাটিয়েছেন ফুরফুরে মেজাজেই। অন্যদিকে সিরিজের মাঝ থেকে সাকিব আল হাসানের এমন হুটহাট নানা অনুষ্ঠানে যোগ দেয়া নতুন কিছু নয়। দেশে বিভিন্ন বিজ্ঞাপন চিত্রে যোগ দিতে টিম হোটেল ছেড়ে যাওয়াতো তার জন্য সাধরণ ঘটনা। এমনকি ইংল্যান্ড সিরিজ শেষ করেই তিনি ছুটে গেছেন দুবাইয়ে। দল সিলেটে অনুশীলন করলেও তিনি সেখানে এক বিতর্কিত ব্যক্তির স্বর্ণের শো’রুম উদ্বোধন করে সমালোচনার ঝড়ও তোলেন। আবার তিনি মাঠে নেমে আইরিশদের বিপক্ষে ৯৩ রানের দারুণ এক ইনিংস খেলে সেই সমালোচনার আগুনে জলও ঢেলে দেন। তার একবার এদিন আরেক বার ওদিক ছুটে চলা নিয়ে গুঞ্জনের শেষ নেই। তবে সাকিব জানিয়ে দিলেন যে পারে সে নাকি সবই পারে! গতকাল বিমান বাংলাদেশের শুভেচ্ছা দূত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তেরে এমনটাই জানিয়েছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার! তিনি বলেন, ‘যে পারে সে সবই পারে।’ অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাকিবের এমন আচরণ নিয়ে অসন্তোষ থাকলেও তার পারফর্ম্যান্সের কারণে কেউ কিছু বলতে পারেন না। এ ছাড়াও প্রথম ম্যাচে বাংলাদেশ দল টসে হেরে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে জমা করে ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান। যা টাইগারদের ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ সংগ্রহ। শুধু তাই নয় এ ম্যাচে টাইগাররা তুলে নেয় তাদের সর্বোচ্চ ১৮৩ রানের ব্যবধানে জয়ও। দ্বিতীয় ম্যাচে সেই রেকর্ড ভেঙে টাইগারদের সংগ্রহ ৩৪৯ রান ৬ উইকেট হারিয়ে। এই ম্যাচ জিতলেই সিরিজটাও নিশ্চিত হয়ে যেতো। কিন্তু বেরসিক বৃষ্টি তা হতে দেয়নি। আইরিশরা জবাব দিতে নামারই সুযোগ পায়নি। তবে কাল শেষ ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখলেই সিরিজ নিশ্চিত হবে তামিমদের। আজ সেই লক্ষ্যে সিলেট আন্তুর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করবে দল।