খেলা
যেভাবে কাটলো ক্রিকেটারদের ‘ছুটি’
স্পোর্টস রিপোর্টার
২২ মার্চ ২০২৩, বুধবার
বৃষ্টিতে মাঠেই নামতে পারেননি আইরিশ ব্যাটাররা। তাতে ম্যাচের ফলাফলও আসেনি। কিন্তু রেকর্ড বইয়ে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ, মুশফিকুর রহীমের দ্রুততম সেঞ্চুরি সবই জ্বলজ্বল করছে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে প্রথম দুই ওয়ানডেতে দলীয় ও ব্যক্তিগত অর্জনে দারুণ আলোকিত করেছেন ক্রিকেটাররা। সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে কাল। মাঝে একদিন ছুটির দিন। তাই বাংলাদেশ দলের কেউ এদিন যায়নি মাঠে। হোটেল রুমে বসে ছিলেন এমন নয়। ছুটির সুযোগ নিয়েই সাকিব আল হাসান উড়ে এসেছেন ঢাকাতে। বিমান বাংলাদেশের শুভেচ্ছা দূত হয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
বিজ্ঞাপন