ঢাকা, ২৮ মে ২০২৩, রবিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৪ হিঃ

খেলা

চ্যাম্পিয়ন রাজশাহী

স্পোর্টস রিপোর্টার
২২ মার্চ ২০২৩, বুধবার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সিতোরিউ কারাতে দো টুর্নামেন্টের সিনিয়র বিভাগে রাজশাহী ও জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। গতকাল পল্টন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দু’দিনব্যাপী খেলা শেষে সিনিয়র বিবাগে রাজশাহী ১১টি স্বর্ণ, ১৬টি রুপা ও ১৭টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয় রাজশাহী। সাতটি স্বর্ণ, আটটি রুপা ও ১৩টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয় নারায়ণগঞ্জ। অন্যদিকে জুনিয়র বিভাগে ১০টি স্বর্ণ, ১৪টি রুপা ও ১৮টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন কুমিল্লা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম। এ সময় বিসিবির পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তানভীর আহমেদ টিটু, বাংলাদেশ সিতোরিউ কারাতে দো’র সভাপতি নুরুল আমিন চঞ্চল ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status