খেলা
চ্যাম্পিয়ন রাজশাহী
স্পোর্টস রিপোর্টার
২২ মার্চ ২০২৩, বুধবারবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সিতোরিউ কারাতে দো টুর্নামেন্টের সিনিয়র বিভাগে রাজশাহী ও জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। গতকাল পল্টন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দু’দিনব্যাপী খেলা শেষে সিনিয়র বিবাগে রাজশাহী ১১টি স্বর্ণ, ১৬টি রুপা ও ১৭টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয় রাজশাহী। সাতটি স্বর্ণ, আটটি রুপা ও ১৩টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয় নারায়ণগঞ্জ। অন্যদিকে জুনিয়র বিভাগে ১০টি স্বর্ণ, ১৪টি রুপা ও ১৮টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন কুমিল্লা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম। এ সময় বিসিবির পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তানভীর আহমেদ টিটু, বাংলাদেশ সিতোরিউ কারাতে দো’র সভাপতি নুরুল আমিন চঞ্চল ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।