বাংলারজমিন
কে এম ওবায়দুর রহমানের ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
(২ মাস আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৭:১২ অপরাহ্ন
মঙ্গলবার বিকালে উপজেলার লস্করদিয়া শামা ডেইরী ফার্মে বিএনপির সাবেক মহাসচিব সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১৬ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এর সঞ্চালনায় নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার এর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম কে এম ওবায়দুর রহমানের মেয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মুদারেছ আলী ইছা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজম খান, কেন্দ্রীয় বিএনটি নেতা হাফিজুর রহমান শরীফ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, নগরকান্দা উপজেলা বিএনপির যুবদলের সভাপতি আলিমুজ্জান সেলু, নগরকান্দা উপজেলা বিএনপি নেতা তালুকদা নাজমুল হাসান, পৌর যুবদলের আহবায়ক হেলাল উদ্দীন হেলাল, সাবেক পৌর যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, কোদালীয়া শহিদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন বকুল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন, বক্তারা মরহুম কে এম ওবায়দুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন।