শেষের পাতা
সিলেট বিএনপি’র কমিটি
যে ঝুঁকি নিলেন কাইয়ূম-এমরান
ওয়েছ খছরু, সিলেট থেকে
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার
এক বছরের মাথায় গঠন হলো সিলেট জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি। কমিটি ঘোষণার পর থেকে সিলেটে আনন্দের পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ মন্তব্যও করছেন। কিন্তু প্রকাশ্য কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। তবে ব্যাপকভাবে আলোচনা চলছে। ঝুঁকি নিলেন জেলা সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। সম্পূর্ণ নতুন ফরম্যাট। এতদিন যারা জেলা বিএনপিতে থিতু হয়ে বসেছিলেন তাদের সরিয়ে উপদেষ্টা পরিষদে নেয়া হয়েছে। আর সেখানে নতুনদের ঠাঁই দেয়া হয়েছে। বলা হচ্ছে; প্রবীণ-নতুনের মিশেল কমিটি।
বিজ্ঞাপন