শেষের পাতা
নায়িকা মাহির স্বামীর জামিন মঞ্জুর
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২১ মার্চ ২০২৩, মঙ্গলবারচিত্রনায়িকা মাহিয়া মাহির পর তার স্বামী আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী রকিব সরকারের জামিন মঞ্জুর হয়েছে। গতকাল দুপুরে রকিব সরকারের আইনজীবীরা গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিয়াজ মাখদুমের আদালতে তার জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। এর আগে হুইল চেয়ারে স্বামী রকিব সরকারের সঙ্গে আদালত প্রাঙ্গণে আসেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ সময় আদালত প্রাঙ্গণে ভিড় লেগে যায়।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. আহসানুল হক বলেন, রকিব সরকারের আইনজীবীরা তার জামিনের আবেদন করলে দুই মামলায়ই তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত শনিবার ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। একই মামলার আসামি তার স্বামী রকিব সরকার সেদিন দেশে না এসে পরদিন রোববার সকালে দেশে ফিরেন। তবে গ্রেপ্তারি পরোয়ানা এড়িয়ে তিনি গতকাল তার স্ত্রী মাহিয়া মাহিকে সঙ্গে নিয়ে আদালতে যান জামিন নিতে।
জামিন মঞ্জুর হওয়ার পর নায়িকা মাহিয়া মাহি বলেন, আদালতে তিনি ন্যায় বিচার পেয়েছেন এবং ন্যায় বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনন্য উদাহরণ বলে তিনি উল্লেখ করেন। রকিব সরকারের আইনজীবী আনোয়ার সাদত সরকার বলেন, রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলাসহ দু’টি মামলায় তাকে জামিন দিয়েছেন আদালত। পরবর্তী পুলিশ প্রতিবেদন আসার আগপর্যন্ত এই জামিন বহাল থাকবে। তিনি আরও জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার শুনানির তারিখ ধার্য হয়েছে আগামী ২৪শে এপ্রিল। আর অপর মামলাটির দিন ধার্য হয়েছে ২৫শে মে। পুলিশের দেয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এবং ব্যবসায়ী ইসমাইল হোসেনের দায়ের করা মারধর, ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় নায়িকা মাহি ও তার স্বামী আসামি হয়েছেন।
মাহিয়া মাহি সৌদি আরবের মক্কা থেকে ফেসবুক লাইভে যুক্ত হয়ে পুলিশ কমিশনারের দেড়কোটি টাকা লেনদেনের কথা বলে পুলিশ বিভাগ, পুলিশ কমিশনার ও তার পারিবারিক ভাবমূর্তি ও মর্যাদা দারুণভাবে ক্ষুণ্ন করেছে বলে মনে করছেন জিএমপি কর্মকর্তাগণ।