খেলা
বৃষ্টির হানা বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে
স্পোর্টস রিপোর্টার
(২ বছর আগে) ২০ মার্চ ২০২৩, সোমবার, ৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৩ পূর্বাহ্ন

সম্ভাবনাটা ছিলই। বাংলাদেশের ইনিংসে দেখা না গেলেও বৃষ্টির কারণে এখনও ব্যাটিংয়ে নামতে পারেনি আয়ারল্যান্ড। বৃষ্টির আগে দিনের শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ তোলে বাংলাদেশ। মুশফিকুর রহীমের সেঞ্চুরিতে ৩৫০ রানের টার্গেট দেয় টাইগাররা। অপরাজিত সেঞ্চুরি হাঁকাতে ৬০ বলে ১৪ চার ও ২ ছক্কা হাঁকান মিস্টার ডিপেন্ডেবল। ৭০’র কোঠা ছুঁয়েছেন দু’জন। ৭৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ৭১ বলে ৩টি করে চার-ছক্কায় ৭০ রান করেন লিটন দাস। এছাড়া তাওহীদ হৃদয় ৪৯, তামিম ইকবাল ২১ এবং সাকিব আল হাসান ১৭ রান করেন।
আয়ারল্যান্ডের গ্রাহাম হিউম ১০ ওভারে ৫৮ রান দিয়ে ৩ উইকেট নেন। একটি করে উইকেট পান মার্ক অ্যাডায়ার ও কার্টিস ক্যাম্ফার।