খেলা
‘গ্র্যাজুয়েট’ সাকিব
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ১৯ মার্চ ২০২৩, রবিবার, ২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৭ পূর্বাহ্ন

এক যুগের বেশি সময় ধরে ক্রিকেট অঙ্গনে রাজত্ব করছেন সাকিব আল হাসান। ঘরোয়া, ফ্র্যাঞ্চাইজি এবং আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্যবার দলকে জিতিয়ে উঁচিয়ে ধরেছেন ব্যাট। এবার সমাবর্তনের মঞ্চে কালো গাউন গায়ে হ্যাট উঁচিয়ে ধরলেন বিশ্বসেরা অলরাউন্ডার। গ্যাজুয়েশন সম্পন্ন করলেন সাকিব।
শনিবার সিলেটে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারাতে মুখ্য ভূমিকায় ছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৯৩ রান করা টাইগার অলরাউন্ডার বোলিং নেন এক উইকেট। দলকে সিরিজে লিড এনে দিয়েই ঢাকায় যান সাকিব। যোগ দেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র ২১তম সমাবর্তনে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়টির গ্র্যাজুয়েটদের তালিকায় সাকিবের নাম দেখা যায় খন্দকার সাকিব আল-হাসান হিসেবে।
২০০৯-১০ সেশনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হয়েছিলেন সাকিব। এরপর ক্রিকেটীয় ব্যস্ততার কারণে পড়াশোনা শেষ করতে পারেননি তিনি। সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চে উঠে সাকিব বলেন, ‘আমার খেলোয়াড়ি জীবনের অনেক বছর হলো। আগে আম্মা যখন ফোন করতেন, জিজ্ঞেস করতেন যে পড়াশোনার কী অবস্থা। আজকে আমি খুবই আনন্দিত এবং গর্বিত এই কারণে যে, অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি অর্জন আমার, তবে এটা সবসময়ের স্বপ্ন ছিল।’
সাকিব বলেন, ‘খুব বেশি কিছু বলার নেই। সবাইকে দেখে খুব ভালো লাগছে। আশা করি সবার জীবন সামনে এগিয়ে যাবে। শুধু একটা কথাই বলব, যখন আপনারা স্বপ্ন দেখবেন, স্বপ্নটা বড় দেখবেন। লক্ষ্য নির্ধারণ করে সততার সঙ্গে কাজ করবেন, আমি নিশ্চিত আপনাদের সবার স্বপ্নপূরণ হবে। আমরা সবাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব।’