খেলা
এসি মিলানের হতাশার রাতে ইব্রাহিমোভিচের রেকর্ড
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ১৯ মার্চ ২০২৩, রবিবার, ১:৩৬ অপরাহ্ন

সময়টা জুতসই কাটছে না এসি মিলানের। টানা চার ম্যাচ জয়হীন রোজেনেরিরা সবশেষ ম্যাচ হেরেছে উদিনেসের মাঠে। শনিবার ফ্রিওলি স্টেডিয়ামে ইতালিয়ান সিরি আ’র ম্যাচটি ৩-১ গোলে হারে স্টেফানো পিওলির দল। আর এসি মিলানের হয়ে একমাত্র গোলটি করে রেকর্ডবুকে নাম তোলেন জালাটান ইব্রাহিমোভিচ।
ঘরের মাঠে ম্যাচের ৯ম মিনিটেই এগিয়ে যায় উদিনেস। গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার রবার্তো পেরেইরা। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সফল স্পটকিকে ম্যাচে সমতা টানেন এসি মিলান ফরোয়ার্ড জালাটান ইব্রাহিমোভিচ। আর এতেই রেকর্ড গড়েন সুইডিশ সুপারস্টার। ইতালিয়ান সিরি আ’র ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে স্কোরশিটে নাম তুললেন ৪১ বছর ১৬৬ দিন বয়সের ইব্রাহিমোভিচ। আগের রেকর্ডটি গড়েছিলেন আলেসান্দ্রো কস্টাকুর্তা। ২০০৭ সালে ৪১ বছর ২৫ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন সাবেক ইতালিয়ান ফুটবলার।
জালাটানের রেকর্ডগড়া গোলের দুই মিনিটের ব্যবধানে ফের লিড নেয় উদিনেস। গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড বেতো। আর ৭০তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন উদিনেসের জার্মান ডিফেন্ডার কিংসলে এহিজিবু।
২৭ ম্যাচে ১৪ জয় ও ৭ হারে ৪৮ পয়েন্ট নিয়ে ইতালিয়ান সিরি আ টেবিলের চারে এসি মিলান। ৩৮ পয়েন্ট নিয়ে আটে উদিনেস। শীর্ষে থাকা নাপোলির পয়েন্ট ৬৮। আর ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার মিলান।