খেলা
ক্রিকইনফোর বর্ষসেরা মিরাজ-ইবাদত
স্পোর্টস রিপোর্টার
১৯ মার্চ ২০২৩, রবিবার
গত বছর মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের স্মরণীয় জয়ে দারুণ অবদান রেখেছিলেন ইবাদত হোসেন। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ২১ ওভার বল করে ৪৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন ইবাদত। বিদেশের মাটিতে টেস্টে বাংলাদেশের কোনো বোলারের এটাই সেরা বোলিং। গত জানুয়ারিতে উইজডেন সাময়িকীর রিভিউয়ে ২০২২ সালে ছেলেদের টেস্টে বছরের সেরা স্পেল হিসেবে বিবেচিত হয়েছিল ইবাদতের সেই বোলিং। স্বীকৃতির এখানেই শেষ নয়। ‘ইএসপিএনক্রিকইনফো অ্যাওয়ার্ডস-২০২২’ ও গত বছর ছেলেদের টেস্টে সেরা বোলিং হিসেবে বেছে নিয়েছে ইবাদতের সেই স্পেলকে। গতকাল এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে ক্রিকইনফো। ভারতের বিপক্ষে গত বছর ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মেহেদী হাসান মিরাজ। ওই সিরিজে ব্যাট হাতে দলকে অসম্ভব জয় এনে দেন মিরাজ। প্রথম ম্যাচে তার অসাধারণ কীর্তির পর দ্বিতীয় ম্যাচে তিনি করে অবিশ্বাস্য এক সেঞ্চুরি।