ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিসের ২২৩ পদ শূন্য

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৯ মার্চ ২০২৩, রবিবার
mzamin

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের আওতায় ৬০টি স্টেশন রয়েছে। এসব স্টেশনে ২২৩টি পদে জনবল নেই। অধিকাংশ স্টেশনে নেই ফায়ার ফাইটার, চালক ও স্টেশন অফিসার। নেই পর্যাপ্ত সরঞ্জাম। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, একদিকে পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম নেই। অন্যদিকে অগ্নিনির্বাপণে গিয়ে পানির উৎসের অভাব, বৈদ্যুতিক ও ডিশের তার, সরু সড়ক ও উৎসুক জনতার কারণে প্রতিকূলতার মধ্যদিয়ে কাজ করতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতেও গত বছর বিভাগে ২ হাজার ৩৪টি অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণ করেছেন তারা। এসব দুর্ঘটনায় ২ হাজার ৩২ জন আহত ও ২৬৫ জন নিহত হন। বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের ১০টি জেলায় ফায়ার সার্ভিসের ৬০টি স্টেশন রয়েছে। পাশাপাশি বাগেরহাটের ফকিরহাট ও চিতলমারী, সাতক্ষীরার তালা ও শ্যামনগরে ৪টি স্টেশনের নির্মাণকাজ শেষ হয়েছে।

বিজ্ঞাপন
এখন উদ্বোধনের অপেক্ষা। কুষ্টিয়ার দৌলতপুর ও খুলনার পাইকগাছায় আরও দু’টি স্টেশন নির্মাণের জন্য জমি চূড়ান্ত হয়েছে। সচল ৬০টি স্টেশনের মধ্যে রয়েছে ‘এ’ শ্রেণির ৮টি (জনবল প্রতিটিতে ৩৫ জন), ‘বি’ শ্রেণির ৪৪টি (জনবল প্রতিটিতে ২৭ জন), ‘সি’ শ্রেণির ৭টি (জনবল প্রতিটিতে ১৬ জন) ও নদী ফায়ার স্টেশন একটি (জনবল ১২ জন)। এসব স্টেশনে ১ হাজার ৬৮৮ জনবল থাকার কথা থাকলেও রয়েছে ১ হাজার ৪৬৫ জন। ২২৩টি পদ শূন্য। এরমধ্যে উপ-সহকারী পরিচালক ১০টির মধ্যে একটি, সহকারী যোগাযোগ প্রকৌশলীর একটির মধ্যে একটি, স্টেশন অফিসার ৬৪টির মধ্যে ৪৭টি, ফায়ার অফিসার ১১টি মধ্যে ৭টি, মবিলাইজিং অফিসার ৩টির মধ্যে ৩টিই, সাব অফিসার ৪৭টির মধ্যে একটি, লিডার ১৩১টির মধ্যে ৭টি, ফায়ার ফাইটার ১ হাজার ১৩টির মধ্যে ১২৬টি, ড্রাইভার ২৫৮টির মধ্যে ১৭টি পদ শূন্য।  অগ্নিনির্বাপণ কাজের জন্য রয়েছে পানিবাহী গাড়ি ৫৮টি, ছোট কাভার্ডভ্যান ৫৩টি, মহড়ার কাজে সরঞ্জার নেয়ার জন্য ১১টি গাড়ি, মহড়ার জন্য জনসংযোগ করতে একটি গাড়ি, এম্বুলেন্স ২২টি, পাজেরো ৪টি, পাম্প ১০৩টি, বিশেষ গাড়ি ১৩টি ও জলযান ৫টি।  খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম বলেন, ‘দ্রুত প্রকল্প গ্রহণের মাধ্যমে পুরনো ভবন অপসারণ ও নতুন ভবন নির্মাণ প্রয়োজন। এর ফলে যানবাহন সুরক্ষা ও ঝুঁকিতে থাকা ফায়ার সদস্যদের নিরাপদ আবাসন গড়ে উঠবে। আর সুষ্ঠুভাবে ফায়ার কার্যক্রম গতিশীল করতে অতি প্রয়োজনীয় যন্ত্রপাতি জরুরি ভিত্তিতে সরবরাহ করা প্রয়োজন।’ বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মামুন মাহমুদ বিএফএম বলেন, ‘বিভাগের ফায়ার সার্ভিসের জনবল ও সরঞ্জাম সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন। ফায়ার সার্ভিসের অপরেশনাল কর্মকাণ্ডে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি স্টেশনে জনবলসহ যন্ত্রপাতি চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে। পর্যায়ক্রমে অগ্রগতি হচ্ছে।’

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status