খেলা
‘দুই বুড়ো’কে নিয়েই দল ঘোষণা পর্তুগালের
স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৩, রবিবার
কাতার বিশ্বকাপের পর থেকে কিছুটা অনিশ্চয়তায় ছিল জাতীয় দলে ক্রিস্টিয়ানো রোনালদো ও পেপের ভবিষ্যৎ। তবে দুই অভিজ্ঞ খেলোয়াড়কে রেখেই সাজানো হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের পর্তুগাল দল। পর্তুগালের কোচ হওয়ার পর শুক্রবার প্রথমবারের মতো দল ঘোষণা করেছেন রবার্তো মার্টিনেজ। স্প্যানিশ এই কোচের ২৬ সদস্যের দলে সেই অর্থে কোনো চমক নেই। বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আগামী শুক্রবার পর্তুগালের প্রতিপক্ষ লিখটেনস্টাইন। পরের ম্যাচে আগামী ২৭শে মার্চ তারা খেলবে লুক্সেমবার্গের বিপক্ষে। পর্তুগাল ও আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলস্কোরার রোনালদোর জন্য গত বিশ্বকাপ ছিল হতাশাজনক। তার দল বিদায় নেয় কোয়ার্টার-ফাইনাল থেকে। আসরে মাত্র এক গোল করা এই মহাতারকা শেষের দুই ম্যাচে শুরুর একাদশে জায়গা হারান। ওই সময়ের কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে বনিবনাও ঠিকঠাক হচ্ছিল না বলে সংবাদমাধ্যমে খবর এসেছিল।