শেষের পাতা
সব মহানগরে বিএনপি’র সমাবেশ আজ
স্টাফ রিপোর্টার
১৮ মার্চ ২০২৩, শনিবার
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে দেশের সব মহানগরে বিএনপি’র সমাবেশ আজ। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে দুপুর ২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হবে। রমজানের আগেই এই কর্মসূচি সফল করতে নানা প্রস্তুতি নিয়েছে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনগুলো। আজ ঢাকায় বড় জমায়েত করতে চায় দলটির শীর্ষ নেতারা। নয়াপল্টনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া একই সময়ে দেশের অন্য সাংগঠনিক মহানগরগুলোতেও সমাবেশ করবে বিএনপি। দলটির কেন্দ্রীয় নেতারা মহানগরের কর্মসূচিতে অংশ নিবেন। আজকের সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি। তবে রমজানেও কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে বিএনপি।
দেশের ১২ সাংগঠনিক মহানগরে দুপুর ২টা থেকে শুরু হবে সমাবেশ।