ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

সব মহানগরে বিএনপি’র সমাবেশ আজ

স্টাফ রিপোর্টার
১৮ মার্চ ২০২৩, শনিবার
mzamin

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে দেশের সব মহানগরে বিএনপি’র সমাবেশ আজ। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে দুপুর ২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হবে। রমজানের আগেই এই কর্মসূচি সফল করতে নানা প্রস্তুতি নিয়েছে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনগুলো। আজ ঢাকায় বড় জমায়েত করতে চায় দলটির শীর্ষ নেতারা। নয়াপল্টনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া একই সময়ে দেশের অন্য সাংগঠনিক মহানগরগুলোতেও সমাবেশ করবে বিএনপি। দলটির কেন্দ্রীয় নেতারা মহানগরের কর্মসূচিতে অংশ নিবেন। আজকের সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি। তবে রমজানেও কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে বিএনপি। 

দেশের ১২ সাংগঠনিক মহানগরে দুপুর ২টা থেকে শুরু হবে সমাবেশ।

বিজ্ঞাপন
এরমধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ হবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস থাকবেন। এ ছাড়া নারায়ণগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায়, খুলনায় ড. আবদুল মঈন খান, কুমিল্লায় নজরুল ইসলাম খান, চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী, রংপুরে বেগম সেলিমা রহমান প্রধান অতিথি হিসেবে থাকবেন।  বরিশালে থাকবেন ব্যারিস্টার শাহজাহান ওমর, সিলেটে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, গাজীপুরে বরকত উল্লাহ বুলু, ফরিদপুরে মো. শাহজাহান, রাজশাহীতে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও ময়মনসিংহে শামসুজ্জামান দুদু। কেন্দ্রীয় দপ্তর থেকে সাংগঠনিক মহানগরে পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে, মহানগরের সব কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা, সাবেক সংসদ সদস্য ও মেয়র অতিথি হিসেবে থাকবেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক বলেন, উত্তর ও দক্ষিণের উদ্যোগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে শুরু হবে সমাবেশ। এদিকে গণতন্ত্রমঞ্চ, এলডিপি, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য ও সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট পৃথকভাবে সরকার পতনসহ ১০ দফা দাবিতে কর্মসূচি পালন করবে।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status