ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

উল্টো ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

ইশতিয়াক পারভেজ
২৭ মে ২০২২, শুক্রবার
mzamin

পুরনো ব্যাধি বললে ভুল হবে কি! না, ২০১১ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ ছিলেন জিমি সিডন্স। তিনি ফিরে এসেছেন তবে এবার ব্যাটিং পরামর্শক হয়ে। মাঝে ১০ বছর তিনি ছিলেন না, কিন্তু এসেই বলে দিলেন এখনো বাংলাদেশের ব্যাটসম্যানরা পুরনো একটি রোগে ভুগছেন। হ্যাঁ, দল বেঁধে টপাটপ আউট হওয়ার রোগ যাকে বলে। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে দুই ইনিংসে যার প্রমাণ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৫ রানে পাঁচ উইকেট হারিয়েছিল দল। এবার দ্বিতীয় ইনিংসে ২৩ রানে হারিয়েছে ৪ উইকেট। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। টাইগারদের প্রথম ইনিংসের জবাবে সফরকারীরা স্কোর বোর্ডে জমা করেছে ৫০৬ রান। সেই সুবাদে নিয়েছেন ১৪০ রানের লিড।

বিজ্ঞাপন
যা তাড়া করে টার্গেট দেয়াই এখন কঠিন মনে হচ্ছে। চতুর্থ দিন শেষে স্কোর বোর্ডে ৩৪ রান। হাতে অক্ষত আরো ৬টি উইকেট। আর পিছিয়ে আছে ১০৭ রানে। তাই আজ পঞ্চম দিন লঙ্কান লিড তাড়া করতে ব্যর্থ হলে নিশ্চিত ইনিংস পরাজয়। তবে ক্রিজে এখনো আশার আলো হয়ে আছেন প্রথম ইনিংস বাংলাদেশ দলের দুই ত্রাণকর্তা লিটন দাস ও মুশফিকুর রহীম। দু’জনই বিপর্যয় কাটিয়ে সেঞ্চুরি করেছিলেন। তবে ঢাকা টেস্টের পঞ্চম দিন মিরপুর শেরেবাংলা মাঠের উইকেট কি কথা বলবে ব্যাটারদের হয়ে- সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। এমনিতেই এই উইকেটে তৃতীয় দিন থেকেই বোলারদের নিয়ন্ত্রণে চলে যায়। কিন্তু এবার চার দিন ব্যাটাররাই রাজত্ব করেছে! তাই বলার অপেক্ষা রাখে না শেষদিনে এই উইকেট নির্ধারণ করে দেবে দুই  দলের ‘হাসি-কান্না’। 
দলের অন্যতম সেরা অলরাউন্ডার  সাকিব আল হাসান চতুর্থদিন শেষে নিজের হতাশা প্রকাশ করেছে এমন ব্যাটিং দেখে। তিনি বলেন, ‘আমাদের জন্য হতাশাজনক অবশ্যই। এই পরিস্থিতিতে আসলে অনেক বেশি ঠাণ্ডা থাকা জরুরি। ক্রিকেটাররা অবশ্যই নিজেদের ঠাণ্ডা রাখতে চেষ্টা করে তবে এমন পরিস্থিতিতে ধৈর্য্য ধরে খেলাই টেস্ট ক্রিকেটের আসল মজা।’ কিন্তু চতুর্থদিন শেষ বিকালে চার উইকেট হারিয়ে এখন লঙ্কানদের টার্গেট দেয়াই বড় চ্যালেঞ্জ। ১৪০ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকে নড়বড়ে দুই ওপেনার তামিম ইকবাল ও তরুণ মাহমুদুল হাসান জয়। ইনিংসের প্রথম ওভারেই আউট হতে পারতেন জয়। টিভি রিপ্লেতে দেখা যায় বল তার ব্যাট ছুঁয়ে গেছে কিপারের গ্লাভসে। কিন্তু লঙ্কান ক্রিকেটাররা সেটি বুঝতে পারেননি। তাই আবেদনও করেননি। এরপর ব্যক্তিগত ৯ রানে আরও একবার জীবন পান দ্বিতীয় স্লিপে লঙ্কান ফিল্ডার ক্যাচ ফেলে দেয়াতে। কিন্তু দুইবার জীবন পেয়েও তিনি ১৫ রানের বেশি করতে পারেননি। এই সিরিজে এ তরুণ ওপেনারের সাফল্য বলতে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে করা ফিফটি। পরের তিনটি ইনিংসেই তিনি ব্যর্থ। অন্যদিকে দলের সেরা ওপেনার তামিম ইকবালও চট্টগ্রাম টেস্টে সাড়ে তিন বছর পর সেঞ্চুরি করেছেন। কিন্তু এরপর তিনি যেন নিজেকে হারিয়ে ফেলেছেন। গতকাল ঢাকা টেস্টে নিজের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দলকে বিপদে ফেলে সবার আগে ফিরেন সাজঘরে। তার ব্যাট থেকে কোনো রানই আসেনি এইদিন। টেস্ট ক্যারিয়ারে অনাকাঙ্ক্ষিত এক অভিজ্ঞতা হলো তামিমের। প্রথমবারের মতো পেয়ারের স্বাদ পেলেন  অভিজ্ঞ ওপেনার। দুই টেস্টে ব্যাট হাতে ব্যর্থ নাজমুল  হোসেন শান্ত। তিনে নামা এই ব্যাটার তার প্রতি রাখা দলের আস্থার মান রাখতে ব্যর্থ। গতকাল অযথা রান আউট হয়ে দলকে ফেলেছেন বিপদে।  আসিথা ফার্নান্দোর বল পয়েন্টে আলতো করে খেললেন শান্ত। ফিল্ডার খুব কাছে থাকায় এখান থেকে রান নেওয়া অনেক ঝুঁকির। সেই কাজটিই করলেন তিনি। দৌড় দিলেন রানের জন্য। ফেরেন ১১ বলে ২ রান করে। এরপর ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেন অধিনায়ক মুমিনুল হক সৌরভ। উইকেটে যেন টিকতেই পারছেন না  দেশসেরা এই ব্যাটার। গতকাল কাসুন রাজিথার বলে ড্রাইভ করেন তিনি। ব্যাটের সামনে থেকে লাফিয়ে ওঠে বল জমা পড়ে কিপারের গ্লাভসে। জোরালো আবেদন করেন শ্রীলঙ্কার ফিল্ডাররা। আম্পায়ার তাতে সাড়া না দিলে রিভিউ নেন দিমুথ করুণারত্নে। পরে রিপ্লেতে দেখা যায়, মুমিনুলের ব্যাটে হালকা স্পর্শ করেছে বল। ২ বল খেলে শূন্য রানে সাজঘরে ফিরলেন মুমিনুল। টেস্টে এ নিয়ে টানা ৭ ইনিংস দুই অঙ্কে যেতে ব্যর্থ হলেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। ১৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে তখন বাংলাদেশ। এরপর ১৫ রানের সময় দুইবার জীবন পাওয়া জয় বাজে শটে আউট হলে দল পড়ে কঠিন বির্যয়ের মুখে।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status