ঢাকা, ৬ মে ২০২৪, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

মৌসুম শেষ ফার্নান্দেজের, কোপা আমেরিকা খেলা নিয়েও সংশয়

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৪:৪৭ অপরাহ্ন

mzamin

চোটে মৌসুম শেষ এনজো ফার্নান্দেজের। তার কোপা আমেরিকা খেলা নিয়েও সংশয়। কুঁচকির সমস্যায় লড়তে থাকা ফুটবলারের অস্ত্রোপচার করানো হয়েছে। এজন্য ইংলিশ ক্লাব চেলসির হযে চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না এনজো। ইংলিশ প্রিমিয়ার লীগে এই মৌসুমে চেলসির বাকি আছে আরোও ছয় ম্যাচ।  আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তরুণ তারকার আগামী জুনে কোপা আমেরিকায় খেলা নিয়েও আছে সংশয়। এবারের কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু আগামী ২০শে জুন।

চেলসি কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিবৃতিতে জানায়, দ্রুতই পুনর্বাসন শুরু হবে ফার্নান্দেজের। বিবৃতিতে বলা হয়েছে, “কুঁকচির সমস্যায় এন্সো ফের্নান্দেসের অস্ত্রোপচার সফল হয়েছে এবং এখন সে পুনবার্সন শুরু করবে। ২০২৩-২৪ মৌসুমের বাকিটায় তিনি তাই বাইরে থাকবেন। ক্লাবের মেডিকেল বিভাগের মঙ্গে কবহ্যামে (অনুশীলন গ্রাউন্ড) পুনবার্সন প্রক্রিয়া চালিয়ে যাবেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার।” বেশ কয়েক সপ্তাহ ধরেই কুঁচকির এই চোট ভোগাচ্ছিল ফার্নান্দেজকে।

বিজ্ঞাপন
কোপা আমেরিকায় খেলতে মরিয়া হয়েই অবশেষে এখন অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

গত বছরের জানুয়ারিতে বৃটিশ রেকর্ড ট্রান্সফার ফি ১২ কোটি ১১ লাখ ইউরোয় পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে চেলসিতে নাম লেখান ফার্নান্দেজ। ২০২২ বিশ্বকাপের  সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারজয়ী এই ফুটবলার এখনও পর্যন্ত নিজের সেরাটা মেলে ধরতে পারেননি চেলসিতে। গত ডিসেম্বরে হার্নিয়ার সমস্যায় মাঠের বাইরে থাকতে হয় তাকে। চোট ও ফর্মের সমস্যায় জর্জরিত চেলসি এখন ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকায় আছে নবম স্থানে। শনিবার তারা খেলবে চারে থাকা অ্যাস্টন ভিলার বিপক্ষে। 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status