ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

বিশ্বকাপ জিতলে বাবররা প্রত্যেকে পাবেন এক লাখ ডলার

স্পোর্টস ডেস্ক
৬ মে ২০২৪, সোমবার
mzamin

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর এক মাসও বাকি নেই। আগামী ১লা জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে টুর্নামেন্টটির নবম আসরের। বিশ্বকাপ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে দলগুলো। এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বেশিরভাগ দল। তবে আনুষ্ঠানিকভাবে এখনো দল জানায়নি গেল আসরের ফাইনালিস্ট পাকিস্তান। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়েই বিশ্বকাপের দল চূড়ান্ত করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এরই মধ্যে বড় পদক্ষেপ নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের আরও উজ্জীবিত করতে বড় অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। অবশ্য সে জন্য বাবর আজমদের বিশ্বকাপ শিরোপা জিততে হবে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার খুব কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তানের।

বিজ্ঞাপন
ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেছে তারা। এবার সেই স্বপ্ন পূরণ করতে চায় বাবর আজম বাহিনী। যে জন্য নতুন কোচিং স্টাফের সঙ্গে অবসর ভেঙে দলে ফেরানো হয়েছে দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকেও। 

দেশটির গণমাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপে ভালো করতে পারে এবং ২৯ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনাল জিতে যদি শিরোপা ঘরে তুলতে পারে তাহলে দলের প্রত্যেক ক্রিকেটারকে এক লাখ ডলার করে পুরস্কার দেওয়া হবে। পিসিবি চেয়ারম্যান নাকভি এমন পুরস্কারের কথা ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, বিশ্বকাপে একই গ্রুপ ‘এ’-তে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। ৯ জুন তারা বহুল কাঙ্‌ক্িষত ম্যাচে নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে মুখোমুখি হবে। এর আগে বাবররা আসরের প্রথম ম্যাচ খেলবেন ৬ জুন, তাদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র।  ভারত-পাকিস্তানের গ্রুপটিতে বাকি দলগুলো হচ্ছে- আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা। তবে বিশ্বকাপের জন্য এখনও দল ঘোষণা করেনি পাকিস্তান। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মাটিতে চলতি মাসে তারা দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ওই সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড দিয়েছে পিসিবি। তাদের মধ্য থেকেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হবে। ধারণা করা হচ্ছে ২১ মে’র পরে ঘোষণা হবে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড!

পাঠকের মতামত

বলতে পারি না কে চ্যাম্পিয়ন হবে। তবে, পাকিস্তান যে লাড্ডা হবে, এটা নিশ্চিত।

parvez
৬ মে ২০২৪, সোমবার, ৮:০৪ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status