ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

এবার সিটির সামনে বায়ার্ন রিয়ালের প্রতিপক্ষ চেলসি

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৩, শনিবার
mzamin

শেষ ষোলতে পিএসজি-বায়ার্ন মিউনিখ লড়াইয়ের দিকে নজর ছিল সবার। মেসি-নেইমার-এমবাপ্পেদের নিয়ে গড়া প্রবল শক্তির পিএসজির বিপক্ষে আদতে পরীক্ষা দিতে হয়নি জার্মান দলটির। দুই লেগেই জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে বাভারিয়ানরা। তবে শেষ আটেও বড় পরীক্ষা তাদের। এবার ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির সামনে বায়ার্ন মিউনিখ। গতকাল সুইজারল্যান্ডের নিয়নে উয়েফা চ্যাম্পিয়নস লীগের ড্র অনুষ্ঠিত হয়।
শেষ ষোলোর পর শেষ আটেও ইংলিশ প্রিমিয়ার লীগের প্রতিপক্ষ পেয়েছে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে চেলসির মুখোমুখি হবে মাদ্রিদিস্তারা। এবারের চ্যাম্পিয়নস লীগে ইতালিয়ানদের জয়জয়কার। কোয়ার্টার ফাইনালে খেলছে তিনটি ইতালিয়ান ক্লাব। এর একটিতে দেখা যাবে অল-ইতালিয়ান দ্বৈরথ।  শেষ আটের অন্য দুই ম্যাচের একটিতে লড়বে এসি মিলান-নাপোলি। আরেক কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইতালিয়ান দল ইন্টার মিলান ও পর্তুগিজ জায়ান্ট বেনফিকা। এই চার দলের মধ্যে সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান সবশেষ এ শিরোপার স্বাদ পেয়েছে ২০০৭ সালে। তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান সবশেষ এ শিরোপা কুড়ায় ২০১০ সালে। নাপোলি এবারই প্রথম খেলছে চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে। বেনফিকা জিতেছিল ১৯৬২ সালে, সেসময় অবশ্য আসরের নাম ছিল ইউরোপিয়ান কাপ। এবারের শেষ ষোলোতেও জার্মান প্রতিপক্ষ পেয়েছিল ম্যানচেস্টার সিটি। বুন্দেসলিগার দল লাইপজিগকে দুই লেগ মিলিয়ে ৮-১ ব্যবধানে হারায় কোচ পেপ গার্দিওলার দল। সফল স্প্যানিয়ার্ড কোচের সামনে এবার তার সাবেক দল বায়ার্ন। সিটির মতো রিয়ালও আধিপত্য করে পার হয় শেষ ষোল পর্ব। লিভারপুলকে প্রথম লেগে ৫-২ গোলে উড়িয়ে দেওয়ার পর ফিরতে লেগ কার্লো আনচেলত্তির দল জেতে ১-০ গোলে। অন্যদিকে লড়াই করেই সেরা আটের মঞ্চে আসে এসি মিলান। টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে প্রথম লেগে পাওয়া ১-০ গোলের জয়ই তাদের তুলে আনে  সেরা আটে। দুই দলের ফিরতি লেগের ম্যাচটি ছিল গোলশূন্য ড্র। পোর্তোকে একইভাবে বিদায় করে ইন্টার মিলান। লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপের পিএসজির স্বপ্ন এবার গুঁড়িয়ে দেয় বায়ার্ন। দুই লেগেই লিগ ওয়ানের দলটিকে হারিয়ে ৩-০ গোলের (১-০ ও ২-০) অগ্রগামিতায় সেরা আটে ওঠে আসরের পাঁচবারের চ্যাম্পিয়ন জার্মান দলটি।
শেষ ষোলোর প্রথম লেগে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ১-০ গোলে হারের ঘাটতি চেলসি পূরণ করে ফিরতি লেগের ২-০ ব্যবধানের জয়ে। প্রথমবারের মতো শেষ আটে উঠে আসার ইতিহাস গড়া নাপোলি শেষ ষোলোয় দুই লেগে হারায় আরেক জার্মান দল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে। আগামী ১১ ও ১২ এপ্রিল হবে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের খেলা। ফিরতি লেগ মাঠে গড়াবে ১৮ ও ১৯ এপ্রিলে।

কোয়ার্টার ফাইনাল লাইনআপ
রিয়াল মাদ্রিদ-চেলসি
ইন্টার মিলান-বেনফিকা
ম্যানচেস্টার সিটি-বায়ার্ন মিউনিখ
এসি মিলান-নাপোলি।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status