খেলা
এবার সিটির সামনে বায়ার্ন রিয়ালের প্রতিপক্ষ চেলসি
স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৩, শনিবার
শেষ ষোলতে পিএসজি-বায়ার্ন মিউনিখ লড়াইয়ের দিকে নজর ছিল সবার। মেসি-নেইমার-এমবাপ্পেদের নিয়ে গড়া প্রবল শক্তির পিএসজির বিপক্ষে আদতে পরীক্ষা দিতে হয়নি জার্মান দলটির। দুই লেগেই জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে বাভারিয়ানরা। তবে শেষ আটেও বড় পরীক্ষা তাদের। এবার ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির সামনে বায়ার্ন মিউনিখ। গতকাল সুইজারল্যান্ডের নিয়নে উয়েফা চ্যাম্পিয়নস লীগের ড্র অনুষ্ঠিত হয়।
শেষ ষোলোর পর শেষ আটেও ইংলিশ প্রিমিয়ার লীগের প্রতিপক্ষ পেয়েছে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে চেলসির মুখোমুখি হবে মাদ্রিদিস্তারা। এবারের চ্যাম্পিয়নস লীগে ইতালিয়ানদের জয়জয়কার। কোয়ার্টার ফাইনালে খেলছে তিনটি ইতালিয়ান ক্লাব। এর একটিতে দেখা যাবে অল-ইতালিয়ান দ্বৈরথ।
শেষ ষোলোর প্রথম লেগে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ১-০ গোলে হারের ঘাটতি চেলসি পূরণ করে ফিরতি লেগের ২-০ ব্যবধানের জয়ে। প্রথমবারের মতো শেষ আটে উঠে আসার ইতিহাস গড়া নাপোলি শেষ ষোলোয় দুই লেগে হারায় আরেক জার্মান দল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে। আগামী ১১ ও ১২ এপ্রিল হবে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের খেলা। ফিরতি লেগ মাঠে গড়াবে ১৮ ও ১৯ এপ্রিলে।
কোয়ার্টার ফাইনাল লাইনআপ
রিয়াল মাদ্রিদ-চেলসি
ইন্টার মিলান-বেনফিকা
ম্যানচেস্টার সিটি-বায়ার্ন মিউনিখ
এসি মিলান-নাপোলি।