বিনোদন
ফারিয়ার চমক
স্টাফ রিপোর্টার
১৮ মার্চ ২০২৩, শনিবার
সামনেই রোজার ঈদ। চারপাশে চলছে এ উৎসব ঘিরে নানা প্রস্তুতি। অথচ দুই বাংলার নায়িকা নুসরাত ফারিয়া পড়ে আছেন প্রেম বিষয়ক দোটানায়। আসছে ঈদ উৎসবে এই নায়িকাকে পাওয়া যাচ্ছে তেমনই এক মোড়কে। হাজির হচ্ছেন জমকালো আয়োজনের একটি গানচিত্র নিয়ে। গানের শিরোনাম ‘বুঝি না তো তাই’। এর আগেও ৪টি গান ভিডিওসহ প্রকাশ করেছেন এই নায়িকা। ফারিয়া জানান, গানচিত্রটি ঈদ উৎসবে প্রকাশ হচ্ছে ভারতের এসভিএফ মিউজিক থেকে। বাঁধনের কথায় গানটিতে নুসরাতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন এর সংগীত পরিচালক ও র্যাপার মুমজি স্ট্রেঞ্জার। গানচিত্রটির শুটিং এরমধ্যে শেষ। এতে নুসরাত-মুমজি দু’জনেই অংশ নিয়েছেন টলিউডের বাবা যাদবের কোরিওগ্রাফিতে। উল্লেখ্য, বিয়ে আর প্রেম নিয়ে কনফিউশনে থাকলেও নায়িকা সদ্য শেষ করেছেন টলিউডের সিনেমা সৌমিক হালদারের ‘আবার বিবাহ অভিযান’, যা মুক্তি পাচ্ছে ৮ই জুন। পাশাপাশি তিনি রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ সিরিজের কাজও শেষ করেছেন।