ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৫, সোমবার, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব ১৪৪৬ হিঃ

মত-মতান্তর

সাম্প্রতিক দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও অন্তর্নিহিত কারণ

ইফতেখার আহমেদ খান

(১ বছর আগে) ১৭ মার্চ ২০২৩, শুক্রবার, ২:৫৬ অপরাহ্ন

mzamin

পবিত্র রমজান মাস আসছে। বরাবারের মতো-ই মানুষ উৎকন্ঠায় দ্রব্যমূল্যের উর্ধগতির আশঙ্কায়। প্রতিবছর রমজান মাসে সরকারের কঠোর ও কঠিন নজরদারি থাকা সত্ত্বেও নিত্যপণ্যের দাম বেড়ে চলে। এটি বাংলাদেশের এক নিয়ত বাস্তবতা। কোনোক্রমেই এই বাস্তবতার নাগপাশ ছিন্ন করতে সক্ষম হয় না এ দেশের সাধারণ মানুষ। চলমান সময়ে দ্রব্যমূলের বৃদ্ধি ইতিমধ্যে অনেক বেড়ে গেছে। এরপরও যদি বৃদ্ধি পায় তবে সেটা জনগণের জন্য বড় বেশি কষ্টদায়ক ব্যাপার হয়ে যাবে।  একটি রাষ্ট্র যদি তার আনত উদ্দেশ্যাবলী তার নাগরিকগণের কাছে সুস্পষ্ট করতে না পারে তবে বলা যায় সেই রাষ্ট্র অনেকটাই ব্যর্থ।  সাম্প্রতিক দ্রব্যমূল্যের চিত্রটি নাগরিকগণের কাছে রাষ্ট্রের উদ্ভবের উদ্দেশ্যকে অস্পষ্ট করে দিয়েছে। একটি রাষ্ট্রের ব্যর্থ হয়ে যাওয়ার পেছনে অনেক উপাদান ক্রিয়াশীল।

রাষ্ট্রচিন্তাবিদগণ এই সকল উপাদানসমূহকে নানা আঙ্গিকে বিন্যাসিত করেছেন। এই রকম একটি উপাদান হলো বন্টন সংকট। সার্বভৌমসত্তা হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে অর্ধশতবৎসর পার হয়ে গেল। সময়ের হিসাবে এর বয়স নেহায়েত কম নয়। এতোটা সময় পার হওয়ার পরও স্থিতি কিন্তু এলো না। সাধারণ নাগরিকের সাধারণ ইচ্ছার প্রতিফলন এটা নয়, এটা নির্ধিদায় শোষণ ও বঞ্চনা। বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগের রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশের অনুচ্ছেদ ১৪ তে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা এভাবে বলা হয়েছে- রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে মেহনতী মানুষকে, কৃষক ও শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হতে মুক্তি দান। সঙ্গে সঙ্গে অনুচ্ছেদ ১৫ এর ‘ক’ ধারায় বলা হয়েছে- রাষ্ট্র অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করবে। অর্থাৎ জনগণের বেঁচে থাকার সামগ্রিক শর্ত নির্মাণে রাষ্ট্র সাংবিধানিকভাবে বাধ্য। ধারাসমূহ খেয়াল করলে দেখা যায়, কৃষক-শ্রমিক এবং অনগ্রসর জনগণের কথা বলা হয়েছে। এখন যদি আমরা মিলিয়ে দেখি দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতিতে কারা বেশি ক্ষতিগ্রস্ত, নিঃসন্দেহে শহরের মধ্যবিত্ত চাকুরে শ্রেণি, শ্রমিক-কৃষক এবং রাষ্ট্রের অনগ্রসর অংশ। তার মানে রাষ্ট্র ইচ্ছায় কিংবা অনিচ্ছায় তার শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। রাষ্ট্র এই ব্যর্থতা স্বীকার না করে বরং দেশের মানুষ বেহেশতে আছে বলে স্বগোক্তি করে। রাষ্ট্রের সুখ বলে একটি প্রত্যয় সমষ্টির মাঝে প্রতিষ্ঠার দাবি রাখে। রাষ্ট্রের সুখ সঙ্গায়িত করলে সঙ্গাটি ব্যাপক কলেবর লাভ করবে, সংকীর্ণভাবে এটা বলা যায় সাধারণ মানুষের বেঁচে থাকার মতো মৌলিক প্রয়োজন ন্যূনতম মাত্রায় ও যদি পূরণ হয় তবে বলা যায় রাষ্ট্রে সুখ আছে। উল্লেখ জরুরি এই সামান্য সুখটুকু নিশ্চিত করতে না পারলে রাষ্ট্রের সমুদয় উদ্দেশ্যসমূহ কোন পর্যায়ে অস্তিত্বশীল তা অনুধাবন করা যায়। রাষ্ট্রের উপাদানসমূহের মধ্যে অন্যতম সরকার।

সরকারের থাকে তিনটি বিভাগ; আইনবিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এই তিনটি বিভাগের মধ্যে সমন্বয়হীনতা এবং সমন্বয়হীনতার তীব্রতা যতগুলো পরিণাম বয়ে আনে সেসবের মধ্যে অন্যতমটি হলো  রাষ্ট্রের পরিচলন ব্যবস্থাকে ভঙ্গুর করে দেয়া। এই ভঙ্গুরতাই এই সময়ের দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণ। ক্রেতা-বিক্রেতা, খুচরা-পাইকারি, মজুতদারি সকল পর্যায়ের সঙ্গে আলোচনা করা হচ্ছে। প্রতিটি পর্যায়ই যার যার অবস্থান থেকে নিজের অবস্থান পরিষ্কার রেখে বয়ান দিচ্ছে। সকল পর্যায়ের সঙ্গে অনুসন্ধান চালিয়ে ও কোনো কূল-কিনারা করা যাচ্ছে না। বিষয়টি এমন একদল  ছেলেপেলেকে একটি মাঠে ছেড়ে দেয়া হলো, ছেলেগুলো সেখানে খেলছে, কোলাহল করছে এবং একসময় বড়দের মধ্য হতে কারো ইশারায় বিশৃঙ্খলা করে ফেলেছে। বিশৃঙ্খলাকে করেছে তার অনুসন্ধান শুরু হলো। সারাদিন অনুসন্ধান করেও সঠিক চিত্র পাওয়া গেল না, কারণ বড়দের মধ্য হতে যিনি ইশারা করেছেন অনুসন্ধানী দল তার কাছে পৌঁছতেই পারেনি। ঠিক তেমনি, দ্রব্যমূল্য পরিবীক্ষণের সরকারের নির্দিষ্ট দপ্তর রয়েছে। সেই দপ্তর উদ্দিষ্ট ঘটনার কারণ বের করবে, নিরপেক্ষ প্রশাসনিক কার্য বিন্যাসে। এটি আমাদের দেশের বাস্তবতায় অনেকটাই অসম্ভব।  কেননা, আমাদের প্রশাসন যন্ত্রের সুগঠিত প্রাতিষ্ঠানিকীকরণ ঘটেনি। প্রতিষ্ঠান গড়ে ওঠলেও বাংলাদেশের শাসন এখনও প্রাতিষ্ঠানিক হয়নি। এখানে রাষ্ট্রীয় সম্পদ ও রাষ্ট্রীয় পৃষ্টপোষকতার অসম বণ্টন এক নিয়ত বাস্তবতা।

বাংলাদেশের বেশিরভাগ মানুষই রাষ্ট্রীয় সম্পদের সুষম ভাগ পায় না। দেখতে পাওয়া যায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে চাকরিরত নাগরিক রাষ্ট্রীয় সম্পদের চুলচেরা ভাগ পায়। অপরদিকে যে জনতার দুর্বার শ্রমে রাষ্ট্রীয় কোষাগার পূর্ণ হয় সেই জনতা সেই কোষাগার থেকে কোনোরূপ বিনিময় পায় না। তাছাড়া আয়ের সীমাহীন বৈষম্য, ধনী-গরিবের আকাশচুম্বি ব্যবধান, সুযোগের ব্যাপক তারতম্য, দুর্নীতির উল্লফন ধারাবাহিকতা, নির্মম দলীয়করণ ও শাসনতান্ত্রিক স্বেচ্ছাচারিতা বাংলাদেশের রাষ্ট্রীয় শাসনব্যবস্থায় একটি বড় মাপের বন্টন সংকটের উদ্ভব ঘটিয়েছে। আর এসব উপাদানসমূহের সগৌরব উপস্থিতি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মৌল নীতিসমূহকে চ্যালেঞ্জ করে যায় প্রতিনিয়ত। বাংলাদেশের বাস্তবতায় দেখা যায় অনিয়মতান্ত্রিকভাবে সামরিক শাসন দীর্ঘদিন বলবৎ থাকায় নাগরিকবৃন্দ নিয়মতান্দ্রিক শাসন ও অনিয়মতান্ত্রিক শাসন সম্বন্ধে ধারণার অধিকারি হয় না। স্বাধীনতা অব্যবহিতকাল ১৯৭৫ সাল থেকেই বাংলাদেশে অনিয়মতান্ত্রিক শাসন জারী হয় এবং এর ভয়ঙ্কর প্রভব বলয় তৈরি হয়, যার কারণে ১৯৯০ পরবর্তী সময় হতে এ পর্যন্ত নিয়মতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলেও শাসনতান্ত্রিক বিন্যাসটি জনমুখী করা সম্ভব হয়নি। বাস্তবিকভাবে, উন্নয়নশীল দেশের বাস্তবতায় প্রশাসনিক জটিলতাসহ আরো নানা কারণে সরকার যথেষ্ট মাত্রায় জনগণের কাছে পৌঁছতে পারে না। অর্থাৎ সরকার ও জনগণের মাঝে কার্যকর ও অর্থবহ সংযোগ প্রতিষ্ঠা পায় না। সরকারের সকল উন্নয়ন উদ্যোগ, নীতি এবং এসব বাস্তবায়নে জন-উদাসীনতা পরিলক্ষিত হয়। এই অবস্থাকেই বলা হয় জনগণের মাঝে সরকারের অনুপ্রবেশ নেই। জনগণের সঙ্গে সরকারের অনুপ্রবেশ নেই বিধায় জন-অভিপ্রায় সরকার সঠিকভাবে অনুধাবন করতে সক্ষম হয় না। উদাহরণ হিসাবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কথা বলা যায়, জনগণের ইচ্ছা হলো দ্রব্যমূল্য নাগালের মধ্যে কিংবা ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক, কিন্তু সরকার তা অনুধাবন করতে পারছে না। বাংলাদেশের দলীয় রাজনীতির চর্চায় নেতৃত্ব শ্রেণির রাজনৈতিক সুবিধাবাদিতা ও ভোগন্যায্য সমাজের বৈশিষ্ঠ্য প্রকাশ করে না। দূর্বৃত্তায়িত নেতৃত্বের প্রতি সাধারণ জনগণ আগ্রহী হয় না। ফলে প্রতিবাদ জানানোর  মত যথেষ্ট তথ্য প্রাপ্তি ঘটলেও জন-অংশগ্রহণের ভিত্তিতে শাসনের জবাবদিহি নিশ্চিত হয় না। সাম্প্রতিক দ্রব্যমূল্যের উর্ধ্বগতি তীব্রভাবে প্রশাসনিক জবাবদিহির আওতায় ফেলা যায়। 

জনগণের রাজনৈতিক উদ্দেশ্য ও দাবি রাজনৈতিক দলের মাধ্যমে প্রকাশ পায়। দলভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা আধুনিক রাজনীতির একটি পোক্ত শর্ত। বাংলাদেশের দলীয় রাজনীতির চর্চা ও অনুশীলন এবং প্রবাহে সত্যিকার অর্থে সাধারণ জনগণের অভিপ্রায় অর্ন্তভুক্ত হয় না। যেমন, বাংলাদেশের সরকার দলভিত্তিক সরকার, দল গঠিত হয় জনগণের সমবায়ে। সেই সূত্রে জনগণ দ্বারা গঠিত  যে দল সেটি কিন্তু সরকারের নিকট দাবি তুলছে না দ্রব্যমূল্যকে সীমার মধ্যে রাখার জন্য কিংবা দ্রব্যমূল্যের এই আকাশচুম্বি বৃদ্ধিতে জনভোগান্তির চিত্রটি যথযথভাবে সরকারের কাছে তুলে ধরছে না অথচ রাজনৈতিক দল মানে সমাজের বৃহত্তর অংশের স্বার্থের প্রতিনিধিত্ব করা। রাজনৈতিক দল তার প্রাতিষ্ঠানিক কর্মের কথা ভুলে গিয়ে সরকারের তল্পিবাহক হয়ে পূর্বতন জ্বী-হুজুর সংস্কৃতির আবির্ভাব ঘটিয়েছে, অথচ এই দেশের স্বাধীনতা অর্জনের যে মূল সনদ ঐতিহাসিক ছয় দফা তা রাজনৈতিক দলের মাধ্যমেই কাঠামো লাভ করেছিল। যার দুর্বার প্রবাহে পাকিস্তানি মসনদের ভিত নড়ে গিয়েছিল। সেই একই রাজনৈতিক দল তার গৌরবোজ্জ্বল অতীতের কথা ভুলে কেমন ছন্নছাড়া হয়ে গেল। 
লেখক: উন্নয়নকর্মী, কথাশিল্পী 
[email protected]
 

মত-মতান্তর থেকে আরও পড়ুন

আরও খবর

মত-মতান্তর সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status