খেলা
চোট পেয়ে মাঠ ছেড়ে মিরাজ ছুটলেন হাসপাতালে
অনলাইন ডেস্ক
(৪ দিন আগে) ১৭ মার্চ ২০২৩, শুক্রবার, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:০৬ অপরাহ্ন

সিলেটে কাল থেকে মাঠে গড়াচ্ছে আয়ারল্যান্ড সিরিজ। বাংলাদেশ ক্রিকেট দলও এখন সেখানে। মাঠের লড়াইয়ের আগে টাইগাররা ক্রিকেটাররা গা গরম করছিলেন আজ। আর সেখানেই চোট পেয়ে হাসপাতালের পথ ধরেছেন মেহেদি হাসান মিরাজ। আজ সকালে অনুশীলনে গা গরমের জন্য ফুটবল খেলার সময় চোট পান টাইগার এই অফ স্পিনার। তারপরই মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকে। পরে হাসপাতালের জন্য ছুটে যেতে হয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। গা গরম করতে অন্যান্য দিনের মতো আগে ফুটবল খেলছিলেন ক্রিকেটাররা। কিন্তু পেসার হাসান মাহমুদের একটি কিক আচমকা এসে লাগে মিরাজের বুকে। সঙ্গে সঙ্গে বুকে হাত দিয়ে বসে পড়েন এই অলরাউন্ডার।
এর আগে গতকাল নেটে অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পান প্রথমবার ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া জাকির হাসান। পরে জানা যায় এই চোট সারতে সময় লাগবে দুই সপ্তাহের বেশি। যে কারণে স্কোয়াড থেকেই ছিটকে গেছেন এই বাঁহাতি ব্যাটার। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন রনি তালুকদার।