খেলা
কলকাতা মোহামেডানের স্বর্ণযুগের অধিনায়ক হবীবুল্লাহ বাহারের গল্প
ইকবাল বাহার চৌধুরী
১৭ মার্চ ২০২৩, শুক্রবার
বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ ও ফুটবল খেলোয়াড় মুহাম্মদ হবীবুল্লাহ বাহার চৌধুরীর জন্ম ১৯০৬ সালে ফেনীর পরশুরামের গুথুমা গ্রামে। মাত্র ২/৩ বছর বয়সে তাঁর পিতা মুহাম্মদ নূরুল্লা চৌধুরী ইন্তেকাল করেন। ফলে শিশুপুত্র হবীবুল্লাহ বাহার ও একমাত্র ছোট বোন শামসুন নাহারকে নিয়ে তাঁদের মা আসিয়া খাতুন চৌধুরী গুথুমা গ্রাম থেকে তাঁর পিতা বিশিষ্ট শিক্ষাবিদ খান বাহাদুর আবদুল আজিজের চট্টগ্রামের বাড়িতে যান ও সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। হবীবুল্লাহ বাহার চট্টগ্রামে মিউনিসিপ্যাল স্কুল আর চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন। সেই বৃটিশ শাসনামলে স্কুল- কলেজেই তাঁর খেলাধুলা এবং সাহিত্য-সংস্কৃতির চর্চার সূচনা। স্কুলে তিনি ছিলেন ফুটবল টিমের ক্যাপ্টেন। হবীবুল্লাহ বাহার চৌধুরীর আমন্ত্রণে কাজী নজরুল ইসলাম চট্টগ্রামে যান দু’বার- ১৯২৬ ও ১৯২৯ সালে। তাঁদের বাড়িতে বসে বহু বিখ্যাত কবিতা লিখেছেন নজরুল সেই সময়। প্রবেশিকা পরীক্ষা পাস করার পর তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন এবং সেই সময় তাঁর ফুটবল খেলার পূর্ণ বিকাশ ঘটে। তিনি ছিলেন কলেজ ফুটবল টিমের অধিনায়ক।