খেলা
সুইডেন প্রবাসী ফুটবলার এবার বাংলাদেশ দলে!
স্পোর্টাস রিপোর্টার
১৭ মার্চ ২০২৩, শুক্রবার
এপ্রিলের শুরুতে অলিম্পিক বাছাই ফুটবল খেলবে বাংলাদেশ নারী দল। স্বাগতিক মিয়ানমার ছাড়াও তাদের প্রতিপক্ষ মালদ্বীপ ও ইরান। বাছাই পর্ব সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে সুইডেন প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আনিকা সিদ্দিকীকে দলভুক্ত করা হচ্ছে। আনিকার জন্ম সুইডেনে, সেখানেই বেড়ে ওঠা। এরই মধ্যে সেখানে আলো কাড়তে শুরু করেছেন। সুইডেনের অন্যতম শীর্ষ ক্লাব আএফ ব্রোম্মাপোকারনায় ফরোয়ার্ড পজিশনে খেলেন তিনি। ক্লাবটি যে লীগে খেলছে তা ইউরোপের অন্যতম সেরা। সেখানে খেললেও আনিকা নিজের শেকড় ভুলে যাননি। বাংলাদেশে খেলার আগ্রহ ব্যক্ত করে এরই মধ্যে লাল-সবুজ দলে এক প্রকার দলভুক্ত হয়ে আছেন। মিয়ানমারে সাবিনা-কৃষ্ণাদের সঙ্গে সরাসরি যোগ দেওয়ার কথা রয়েছে আনিকার। ভাগ্য প্রসন্ন হলে অলিম্পিক বাছাই ফুটবলে অভিষেকও হতে পারে। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন ১৭ বছর বয়সী আনিকার খেলার ভিডিও দেখেছেন। ভিডিও দেখেই আনিকাকে সরাসরি জাতীয় দলে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ দলের কোচ বলেন, ‘আনিকার খেলার ভিডিও দেখেছি। টেকনিক্যালি ভালো মনে হয়েছে। যেহেতু সে সুইডেনের বড় ক্লাবে খেলছে, সে কারণে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকার কথা নয়। আমরা তাকে অলিম্পিক বাছাই দলে সরাসরি সুযোগ করে দিতে যাচ্ছি।’ ছেলেদের দলে জামাল ভূঁইয়া ডেনমার্ক থেকে ও কাজী তারিক রায়হান ফিনল্যান্ড থেকে খেলার সুযোগ পেয়েছেন। এবার মেয়েদের দলে সুইডেন থেকে আনিকা সিদ্দিকীর সুযোগ হতে যাচ্ছে।