ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

জাকিরের জায়গায় রনি তামিমকে নিয়ে শঙ্কা নেই

স্পোর্টস রিপোর্টার
১৭ মার্চ ২০২৩, শুক্রবার
mzamin

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। গতকাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় আইরিশরা। এরপরই তারা চলে যায় ওয়ানডে সিরিজের ভেন্যু সিলেটে।  এই সিরিজকে সামনে রেখে সিলেট পৌঁছে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দলও। অন্যদিকে দীর্ঘ ৩ বছরের বিরতি কাটিয়ে সিলেটে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। তাতে উচ্ছ্বসিত সিলেটের ক্রিকেটভক্তরা। গতকাল পৌনে ১১টার ফ্লাইটে টাইগারদের ৮ ক্রিকেটারসহ কোচিং স্টাফ ও ম্যাচ অফিশিয়ালরা সিলেটে পৌঁছান। তবে দলের সঙ্গে আসেনি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি আলাদাভাবেই আসেন। জানা গেছে তার জ্বর হয়েছে।

বিজ্ঞাপন
আর অলরাউন্ডার সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেবেন আরও পরে। তিনি গেছেন দুবাইয়ের একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে। গতকাল সিলেট পৌঁছে কয়েকজন ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলন করেছেন। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজের সুখস্মৃতি আরও একটি বাংলাওয়াশের আত্মবিশ্বাস জোগাচ্ছে স্বাগতিকদের। তবে সিরিজ শুরুর আগেই বাংলাদেশ শিবিরে দেখা দিয়েছে ইনজুরির হানা। 

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে সুযোগ পাওয়া উইকেটকিপার ব্যাটার জাকির হাসান ইনজুরিতে ছিটকে গেছেন দল থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘জাকিরের ইনজুরি। যতটা ফিজিও’র কাছ থেকে শুনেছি ফ্রাক্সচার। পুরো রিপোর্ট পাওয়া গেলে বোঝা যাবে। তবে যতটা শুনেছি তাতে বলতে পারে ওর ভাগ্যটা ভালো নয়। এই সিরিজে খেলতে পারছে না এমনটাই সত্যি।’ জাকিরের জায়গায় ওয়ানডে দলে ডাক পেয়েছেন রনি তালুকদার। কাল মাঠে গড়াবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে। পরে ২০ ও ২৩শে মার্চ। এর মধ্যে সিলেটে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে হারিয়ে বাংলাদেশ মিশন শুরু করেছে আইরিশরা। তবে বাংলাদেশ দলও দারুণ ফুরফুরে মেজাজে। ইংল্যান্ডের সঙ্গে ২-১ ওয়ানডে সিরিজ হারলেও তাদের টি-টোয়েন্টি ৩-০তে হোয়াটওয়াশ করে ইতিহাস গড়েছে। এই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার আগে অবশ্য দলের  কিছু ইনজুরি নিয়ে ভাবতেই হচ্ছে। জাকির ছিটকে যাওয়াতে নতুন কাউকে স্কোয়াডে ডাকতে হবে।

 যদিও এ বিষয়ে বাশার তেমন কিছু জানাতে রাজি হলেন না। তিনি বলেন, ‘আগে জাকিরের ইনজুরির রিপোর্টটা হাতে পাই। তারপর আমরা চিন্তা করবো তার পরিবর্তে কাকে দলে নেয়া যেতে পারে।’ অন্যদিকে তামিমের জ্বরের বিষয়টি উড়িয়ে দিয়েছেন বাশার। তিনি বলেন, ‘ফিজিও আমাদের জাকিরের বিষয়টাই জানিয়েছেন। কিন্তু তামিমের জ্বর এমন কিছু বলেননি। তাই আমার মনে হয় না চিন্তা করার মতো কিছু আছে! এমনিতে দলের বাকিরা ফিট আছে বলেই আমরা জানি।’  জাকির অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে আগে থেকেই সেখানে ছিলেন। গতকাল জাতীয় দলের সঙ্গে ব্যাটিং অনুশীলনের সময় হাতে চোট পান। ক’দিন আগেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) তৃতীয় রাউন্ড ও ফাইনাল ম্যাচ  খেলতে পারেননি তিনি। সেই চোট থেকেই সুস্থ হয়ে  আয়ারল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন। অন্যদিকে অধিনায়ক তামিমের প্রথম ম্যাচ থেকেই পাওয়া নিয়ে কোনো শঙ্কা নেই বলেই জানা গেছে। ওয়ানডে মিশন শেষ হলে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরু হবে ২৭শে মার্চ। পুরো টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ৪ঠা এপ্রিল সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এ ম্যাচের মধ্যদিয়েই শেষ হবে আইরিশদের বাংলাদেশ সফর।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status