খেলা
মদিনায় মালাউইকে রুখে দিয়ে খুশি বাংলাদেশ কোচ
স্পোর্টস রিপোর্টার
১৭ মার্চ ২০২৩, শুক্রবার
সিলেটে তিন জাতি ফুটবল টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে ব্রুনাই নাম প্রত্যাহার করে নেওয়ায় সেশেলসই এখন বাংলাদেশের ভরসা। ২৫ ও ২৮শে মার্চ আফ্রিকার দলটির সঙ্গে দুটি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। তার আগে সৌদি আরবের মদিনায় কন্ডিশনিং ক্যাম্প করে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। সেখানে নির্ভার থাকার কারণও আছে। অনুশীলনের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচেও ইতিবাচক ফল এসেছে। মদিনার অন্যতম দল ওহুদ এফসি ও আফ্রিকার আরেক দল মালাবির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ ছিল। দুটি ম্যাচই ক্লোজড ডোর হওয়ায় আনুষ্ঠানিকভাবে ফল জানা যায়নি। তবে বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা কাল রাতে ফল জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পিছিয়ে থেকে দুটি ম্যাচেই ১-১ গোলে ড্র করেছে তার দল। বিশেষ করে ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা আফ্রিকার দলটির সঙ্গে ম্যাচ ড্র করে খুশি লাল-সবুজ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তিনি বলেন, ‘মদিনায় আমরা দুটি ম্যাচ খেলেছি। দুটি ম্যাচই ড্র হয়েছে। বিশেষ করে মালাবি ৭০ ধাপ এগিয়ে। তাদের বিপক্ষে ড্র করতে সবাই ভালো পারফরম্যান্স দেখিয়েছে। আমি ছেলেদের পারফরম্যান্সে ভীষণ খুশি।’ প্রস্তুতি ম্যাচ ড্র করায় এবার সিলেটে সেশেলসের বিপক্ষে দুটি ম্যাচে জয় চাইছেন কাবরেরা। বলেন, ‘বছরটি জয় দিয়ে শুরু করতে চাইছি। সিলেটে দুটি ম্যাচ জিততে পারলে ভালো লাগবে। সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি।’ আজ সৌদি আরব থেকে দেশে ফেরার কথা জামাল-তপুদের। তারপর সিলেটে চলবে অনুশীলন। সেখানে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে পাসপোর্ট জটিলতায় সৌদি আরবে যেতে না পারা মোহাম্মদ ইব্রাহিম ও রবিউল হাসানের।