খেলা
মদিনায় মালাউইকে রুখে দিয়ে খুশি বাংলাদেশ কোচ
স্পোর্টস রিপোর্টার
১৭ মার্চ ২০২৩, শুক্রবার
সিলেটে তিন জাতি ফুটবল টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে ব্রুনাই নাম প্রত্যাহার করে নেওয়ায় সেশেলসই এখন বাংলাদেশের ভরসা। ২৫ ও ২৮শে মার্চ আফ্রিকার দলটির সঙ্গে দুটি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। তার আগে সৌদি আরবের মদিনায় কন্ডিশনিং ক্যাম্প করে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। সেখানে নির্ভার থাকার কারণও আছে। অনুশীলনের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচেও ইতিবাচক ফল এসেছে। মদিনার অন্যতম দল ওহুদ এফসি ও আফ্রিকার আরেক দল মালাবির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ ছিল। দুটি ম্যাচই ক্লোজড ডোর হওয়ায় আনুষ্ঠানিকভাবে ফল জানা যায়নি। তবে বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা কাল রাতে ফল জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পিছিয়ে থেকে দুটি ম্যাচেই ১-১ গোলে ড্র করেছে তার দল।
বিজ্ঞাপন