ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

লাতিন আমেরিকাতেও ‘সেরা’ স্কালোনি

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৩, শুক্রবার
mzamin

কাতার বিশ্বকাপে রূপকথা রচনা করে আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। আর আর্জেন্টাইন রূপকথার লেখক লিওনেল স্কালোনি। এই কোচের জাদুর স্পর্শেই সোনার ট্রফি ছোঁয়ার সৌভাগ্য হয় মেসি-ডি মারিয়াদের। অসামান্য সাফলে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) ভোটে সেরা কোচ নির্বাচিত হন স্কালোনি। ফিফার বর্ষসেরার পুরস্কারও জেতেন তিনি। এবার লাতিন আমেরিকার বর্ষসেরা কোচও হলেন স্কালোনি। বুধবার বর্ষসেরা কোচের ভোটাভুটির ফল জানায় উরুগুইয়ান সংবাদমাধ্যম ‘এল পাইস’। ১০৭ ভোট পেয়ে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ নির্বাচিত হন লিওনেল স্কালোনি। দ্বিতীয় হওয়া ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের কোচ আবেল ফেরেইরা ভোট পান মাত্র ৩৫টি।

বিজ্ঞাপন
অর্থাৎ, ৭২টি ভোট বেশি পেয়ে সেরা নির্বাচিত হন স্কালোনি। ২৮ ভোট পেয়ে তৃতীয় হন ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর কোচ দরিভাল জুনিয়র। ২০২২ সালটা স্বপ্নের মতো কাটে আর্জেন্টিনার। ২০২১ সালে আলবিসেলেস্তেদের কোপা আমেরিকা জেতানো স্কালোনি গত বছর সাফল্য পান ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপে। গত বছর পালমেইরাসকে ব্রাজিলিয়ান লীগ জেতান দ্বিতীয় হওয়া ফেরেইরা। আর ফ্লামেঙ্গোকে কোপা লিবার্তোদোরেস জেতান তৃতীয়  স্থান অর্জন করা দরিভাল। এ নিয়ে মোট ৩৭ বারের মধ্যে ২১ বারই দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন আর্জেন্টিনার কেউ। মোট ১২ জন আর্জেন্টাইন কোচ এ পুরস্কার জিতেছেন। সর্বোচ্চ পাঁচবার এ পুরস্কারটি জিতেছেন আর্জেন্টাইন কার্লোস বিয়াঞ্চি। আর্জেন্টাইন দৈনিক মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদনে বলা হয়, লিওনেল স্কালোনিকে লাতিন আমেরিকার বর্ষসেরা কোচ ঘোষণা করেছে এল পাইস। স্কালোনি ১০৭ পয়েন্ট পেয়েছেন। দ্বিতীয় হওয়া পালমেইরাস কোচ আবেল ফেরেইরা পেয়েছেন ৩৫ পয়েন্ট। মোট ২১৮ জন সংবাদকর্মী লাতিন আমেরিকার বর্ষসেরা কোচ নির্বাচনে ভোট দেন।  ১৯৮৬ সাল থেকে এল পাইস দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচের এই পুরস্কার দিয়ে আসছে। মহাদেশটির ক্লাব ফুটবল ও জাতীয় দলের কোচদের মধ্য থেকে সেরা বেছে নেয়া হয়।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status