খেলা
লাতিন আমেরিকাতেও ‘সেরা’ স্কালোনি
স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৩, শুক্রবার
কাতার বিশ্বকাপে রূপকথা রচনা করে আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। আর আর্জেন্টাইন রূপকথার লেখক লিওনেল স্কালোনি। এই কোচের জাদুর স্পর্শেই সোনার ট্রফি ছোঁয়ার সৌভাগ্য হয় মেসি-ডি মারিয়াদের। অসামান্য সাফলে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) ভোটে সেরা কোচ নির্বাচিত হন স্কালোনি। ফিফার বর্ষসেরার পুরস্কারও জেতেন তিনি। এবার লাতিন আমেরিকার বর্ষসেরা কোচও হলেন স্কালোনি। বুধবার বর্ষসেরা কোচের ভোটাভুটির ফল জানায় উরুগুইয়ান সংবাদমাধ্যম ‘এল পাইস’। ১০৭ ভোট পেয়ে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ নির্বাচিত হন লিওনেল স্কালোনি। দ্বিতীয় হওয়া ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের কোচ আবেল ফেরেইরা ভোট পান মাত্র ৩৫টি।
বিজ্ঞাপন