খেলা
নাপোলির ইতিহাস
স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৩, শুক্রবারইতিহাসের পাতায় নাম তুলেছে এস.এস.সি নাপোলি। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোয় পৌঁছেছে ইতালিয়ান সিরি আ’র দলটি। বুধবার দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারায় স্বাগতিকরা। প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল নাপোলি। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের অগ্রগামিতায় কোয়ার্টারের টিকিট পায় লুচানো স্পালেত্তির দল। ঘরের মাঠে ৪৫তম মিনিটে এগিয়ে যায় নাপোলি। গোলটি করেন ভিক্টর ওশিমহেন। দ্বিতীয়ার্ধে ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। ৬৪তম মিনিটে সফল স্পটকিকে স্কোরলাইন ৩-০ করেন নাপোলির পোলিশ মিডফিল্ডার পিওতর জেলেনস্কি। ২০১১-১২ মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লীগে কোয়ালিফাই করে নাপোলি। সেই থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত ইউসিএলের ৭টি আসরে অংশ নিয়েছে ইতালিয়ান সিরি আ’র ক্লাবটি। এর মধ্যে রাউন্ড অব সিক্সটিনে চারবার খেলেছে নাপোলি। অর্থাৎ, চতুর্থ চেষ্টায় শেষ ষোলোর বাধা টপকালো ইতালির ক্লাবটি। আরেকটি কীর্তি গড়েছে নাপোলি। ইতালিয়ান দল হিসেবে চ্যাম্পিয়নস লীগে দুই লেগ মিলিয়ে যৌথভাবে সবচেয়ে বড় জয় পেলো তারা। ২০০৪-০৫ মৌসুমে ইউসিএলের নকআউট পর্বের দুই লেগ মিলিয়ে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়েছিল এসি মিলান। সবশেষ ২০১২-১৩ মৌসুমে সেল্টিককে একই ব্যবধানে হারিয়েছিল জুভেন্টাস। নাপোলির জোড়া রেকর্ডের রাতে বাজে কীর্তি গড়ে এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্ট। ইউরোপিয়ান প্রতিযোগিতার নকআউট পর্বে প্রথমবারের মতো দুই লেগেই হারলো জার্মান বুন্দেসলিগার ক্লাবটি। নাপোলির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন কোচ লুচানো স্পালেত্তি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘কাজটা সহজ ছিল না। তবে শেষ পর্যন্ত ঐতিহাসিক লক্ষ্য ছুঁতে পেরেছি আমরা। সমর্থকদের সঙ্গে মিলে গোটা দল একত্রে এই সাফল্য উপভোগ করব।’ স্পালেত্তি বলেন, ‘আজকে (বুধবার) রাতে যে মানসিকতা আমরা দেখিয়েছি, তা জরুরি ছিল। শুরুতে যদিও খুব ভালো করতে পারছিলাম না। তবে আমরা হাল ছাড়িনি।’