খেলা
মোস্তাফিজের ‘সেঞ্চুরি’
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৬:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৮ পূর্বাহ্ন

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে একটি উইকেট পান মোস্তাফিজুর রহমান। এতে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি করেন কাটার মাস্টার।
ইংল্যান্ডের ইনিংসে ১৪তম ওভারের প্রথম বলে ডেভিড মালানের উইকেট পান মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টাইগার পেসারের শততম উইকেট এটিই। মোস্তাফিজের আগে বাংলাদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে একশ’ উইকেট নিয়েছেন শুধু সাকিব আল হাসান। বিশ্বের মাত্র ষষ্ঠ বোলার হিসেবে ইন্টারন্যাশনাল টি-২০তে শত উইকেটের মালিক হলেন মোস্তাফিজ। এর আগে এই মাইলস্টোন স্পর্শ করা বোলাররা হলেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১৩৪), টাইগার অধিনায়ক সাকিব আল হাসান (১৩১), আফগান স্পিনার রশিদ খান (১২৬), নিউজিল্যান্ডের ইশ সোধি (১১৪) এবং লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা (১০৭)।
মাইলস্টোনের দ্বারপ্রান্তে রয়েছেন ইংল্যান্ডের দুই বোলার ক্রিস জর্ডান এবং আদিল রশিদ। জর্ডানের উইকেট ৯৬, আর রশিদের উইকেট ৯৫টি।
৮১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ২ হাজার ১৯৬ রান দিয়ে একশ’ উইকেটের মালিক হলেন মোস্তাফিজুর রহমান।