কলকাতা কথকতা
গুপ্তচর পায়রা গ্রেপ্তার, কলকাতাজুড়ে সতর্কতা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৪:৩৫ অপরাহ্ন
পায়রা, তা সে গোলা পায়রা হোক কিংবা কবুতর। কলকাতা পুলিশ এখন যাবতীয় পায়রার পেছনে বেদম হয়ে লেগেছে। কলকাতার অদূরে ওড়িশার পারাদ্বীপ সমুদ্রে বৃহস্পতিবার ধরা পড়েছে একটি গুপ্তচর পায়রা। তার ডানায় সংকেতিক ভাষায় কিছু শব্দ লেখা। পায়ে লাগানো মাইক্রোচিপস সমেত ক্যামেরা। পারদ্বীপের অদূরেই যেহেতু বালাশোরের মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র তাই, এই গুপ্তচর পায়রা নিয়ে উদ্বেগে আকুল ওড়িশা পুলিশ।
তারা এস ও এস পাঠিয়েছে কলকাতা পুলিশের কাছে। তাই এই তৎপরতা। সন্দেহের তালিকায় প্রথম নামটি রয়েছে চীনের। কিছুদিন আগে আমেরিকায় বেলুন পাঠিয়ে তারা গুপ্তচরবৃত্তি করেছিল। আমেরিকা কয়েকটি বেলুনকে গুলি করে নামিয়েও ছিল। সেই সময় আমেরিকা ভারতকে সতর্ক করে দেয় যে ভারতের ওপরও চীন গুপ্তচরবৃত্তি চালাতে পারে।
তাই, গুপ্তচর পায়রাটি ধরা পড়ার পর ভারত কোনো ঝুঁকি নিতে চাইছে না। বৃহস্পতিবার সকালে কয়েকজন মৎস্যজীবী সমুদ্রে নৌকা নিয়ে যাওয়ার সময় পায়রাটি গোলুইয়ের ওপর এসে বসে। তখনই একজন মৎস্যজীবী পায়রার পায়ে বাঁধা মাইক্রো ক্যামেরাটি দেখতে পান। পায়রাটিকে সঙ্গে সঙ্গে ধরে ফেলা হয়। সেটিকে তুলে দেয়া হয় নৌ পুলিশের হাতে। তারপরই শুরু হয় তৎপরতা । পায়রার ডানায় লেখা সাংকেতিক শব্দ উদ্ধারের জন্য এসেছেন সাইবার বিশেষজ্ঞ। পায়রাটিকে দেখতে জনতার ভিড় এখন পারদ্বীপ পুলিশ লাইনসে।