কলকাতা কথকতা
দোল উৎসবে মেতেছে কলকাতা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৭ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১০:১৫ পূর্বাহ্ন

আজি বসন্ত জাগ্রত দ্বারে। কলকাতা অ্যাডিনো ভাইরাস আতঙ্ককে দূরে সরিয়ে রেখে মেতে উঠেছে বসন্ত উৎসবে। তবে, জল রঙের অধিক্য এবার নেই। এবার কলকাতার আবিষ্কার, ফ্রুট গুলাল আবির। এই আবির মিলছে বিভিন্ন ফ্লেভারে। ম্যাংগো, লিচি, আপেল, চকোলেট এবং স্ট্রবেরি ফ্লেভার। এই আবির মুখে মাখা যায়, পেটে গেলেও সমস্যা নেই। এই আবিরের বিনিময় চলছে গোটা কলকাতাজুড়ে। প্রভাতফেরি বেরিয়েছে কলকাতার বিভিন্ন প্রান্তে, শান্তিনিকেতনেও। খোলো দ্বার খোলো, লাগলো যে দোল। মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কয়ারে বিজেপি নেতা সজল ঘোষের উদ্যোগে অমৃত উৎসব শুরু হলো এদিন। তৃণমূল বিধায়ক দেবাশীষ কুমারের ত্রিধারা বের করলো প্রভাতফেরি। তৃণমূল পুরপিতা সুশান্ত ঘোষের বসন্ত উৎসবে মাতলো কসবা অঞ্চল। শুধু কলকাতা নয়, বসন্ত উৎসবে মাতোয়ারা পাহাড় থেকে সাগর। অবাঙালিদের হোলি উৎসব কাল বুধবার। তবু, তারা আজও মিশে গেছেন উৎসবে। চিকিৎসকদের পরামর্শ, দোল এর আনন্দ উপভোগ করুন ঠাণ্ডা বাঁচিয়ে। কলকাতা তাই এবার আবিরে মেতেছে, বালতি ভর্তি রঙ্গে নয়।