ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

দর্শক দেখে হতাশ বিদেশিরাও

‘মনে হয় ওয়ানডে নয় টেস্ট দেখছি’

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৭ মার্চ ২০২৩, মঙ্গলবার
mzamin

ম্যাচের আগের দিন চট্টগ্রামে মাইকিং হয়। দর্শকদের টিকিট কেনার আগ্রহ কম দেখেই এমন সিদ্ধান্ত  নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ম্যাচের দিন দেখা গেল সেটিরও প্রভাব পড়েনি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি দেখতে মাঠে আসেনি চট্টগ্রামের ক্রিকেটভক্তরা। হ্যাঁ, ছুটির দিন নয়, তাই যে যার কাজে ব্যস্ত। তাই বলে এত কম দর্শক! যারা এসেছেন তাদের বেশির ভাগই  পেয়েছেন সৌজন্য টিকিট। তাও অনেকেই নিজেরা না এসে তা দিয়েছেন অত্মীয়স্বজন, প্রতিবেশি কিংবা বন্ধু-বান্ধবকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব মিলিয়ে মাঠে হবে না হাজার দু’য়েক দর্শকও। এমন চিত্র দেখে বেশ অবাক বাংলাদেশে সংবাদ কভার করতে আসা ইংলিশ সাংবাদিকরাও। অন্যদিকে যারা টিকিট কিনে মাঠে এসেছেন তারা টাইগার ক্রিকেটের পাঁড় ভক্ত ছাড়া আর কিছুই নয়।

বিজ্ঞাপন
গ্যালারির এমন বেহালদশা দেখে বেশ আবাক লন্ডন থেকে আসা  ডেইলি মেইলের সাংবাদিক রিচার্ড। নিজের বিস্ময় লুকিয়ে না রেখে সরাসরি প্রশ্ন করলেন তিনি। বললেন, ‘একি অবস্থা! শুনেছি বা আগে এখনকার ম্যাচের যে ফুটেজ দেখেছি বাংলাদেশের গ্যালারিগুলোতে দর্শক ঠাসা থাকে। চট্টগ্রামেও এর ব্যতিক্রম নয়। তাহলে আজ (গতকাল) মাঠে এত কম কেন! ছুটির দিন নয়, তাই বলে নাকি দর্শকরা আগ্রহ পাচ্ছে না!’
হ্যাঁ, বাংলাদেশ সিরিজ হেরে গেছে। শেষ ম্যাচে তাই তেমন কিছু পাওয়ার নেই টাইগারদের। তারচেয়েও বড় বিষয় যেভাবে তামিম বাহিনী ইংলিশদের বিপক্ষে খেলছে তাতে হতাশ টাইগার ক্রিকেটের ভক্ত থেকে শুরু করে সাধারণ মানুষও। ঢাকায় চরম ব্যাটিং ব্যর্থতায় টানা হেরেছে দুই ম্যাচ। তাই সিরিজ নিয়ে কোনো আগ্রহ নেই ভক্তদের। যে কারণে আগের দিন থেকে মাইকিং করেও মাঠে দর্শক টানতে পারেনি বিসিবি। মাঠে আসা দর্শক মনির হোসেন ও সোহেল আরমান জানালেন কেন মাঠে এত কম দর্শক।  সোহেল বলেন, ‘আমাদের খুব আগ্রহ ছিল বাংলাদেশের খেলা দেখবো। তাই ছুটি নিয়ে রেখেছিলাম অফিস থেকে। কিন্তু ঢাকায় বাংলাদেশ যেভাবে খেলেছে তা দেখে দারুণ হতাশ। আমার আরো দুই বন্ধু টিকিট কিনেও মাঠে আসেনি। ওরা আমাদের টিকিট দিয়ে দিয়েছে কারণ, টাইগাররা চট্টগ্রামেও হারবে। যে কারণে আমাদের টিকিট দিয়েছে। যেহেতু আগেই ছুটি নিয়েছিলাম তাই বাধ্য হয়ে খেলা দেখতে এসেছি। বাংলাদেশের ব্যাটিং শেষ হতেই চলে যাচ্ছি। আজও আমরা হতাশ এমন ব্যাটিং দেখে।’ মাঠে আসা চট্টগ্রামের ব্যবসায়ী মইনুদ্দিন এসেছেন তার দুই ছেলের আবদার মেটাতে। সৌজন্য টিকিট পেয়েছেন এক বন্ধুর কাছ থেকে। তিনি বলেন, ‘বাচ্চারা জেদ ধরেছিল সাকিব-তামিমকে দেখবে যে কারণে নিয়ে এলাম। আসা হতো না আমার বন্ধু ফ্রি টিকিট পেয়েছিল । তারা দেখবে না তাই আমাকে দিয়েছে ছেলেদের নিয়ে আসতে। টিকিট না দিলে হয়তো আসা হতো না।’ পরিস্থিতি এমনই যে বাংলাদেশের ব্যাটিং শেষ হতেই মাঠ ছেড়েছেন অনেক দর্শক। এমনকি চট্টগ্রামের ছেলে তামিম ইকবালের প্রতিও তাদের আগ্রহ নেই। 
ইংল্যান্ড সিরিজে টানা তৃতীয়বারের মতো টসে জেতে বাংলাদেশ। চট্টগ্রামের ব্যাটিং উইকেটে ব্যাট করার সিদ্ধান্ত নিতে ভুল করেননি অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু দলীয় ১৭ রানের সময় দর্শকদের হতাশ করে বিদায় নেন তিনি। অন্যদিকে আরেক ওপেনার লিটন দাস গতকালও ছিলেন দারুণ ব্যর্থ। পরপর দুই ম্যাচেই আউট হয়েছেন ০ তে। তবে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম ও সাকিব আল হাসানের ফিফটিতে ভর করে শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে তুলেছে ২৪৬ রান। ফিফটি হাঁকানো তিন ব্যাটারও আউট হয়েছেন নিজেদের ভুল ও বাজে শটে। মাঠে আসা ইংলিশভক্ত টমাস লিনও বেশ আবাক বাংলাদেশের খেলা ও মাঠে দর্শক কম দেখে। তিনি বলেন, ‘আমরা সব সময়ই দেখেছি বাংলাদেশ দল যেখানেই  যায় সেখানে অনেক সমর্থক থাকে। এমনকি ইংল্যান্ডেও তা দেখেছি। আর নিজেদের দেশেতো কথাই নেই। কিন্তু এবার ঢাকাতেও তেমন দর্শক হয়নি। আর চট্টগ্রামে আরো না। আমার মনে হয় বাংলাদেশের ব্যাটিংটা মন ভরতে পারছে না ভক্তদের। আমরাও অবাক হয়েছি। ভেবেছিলাম দারুণ উত্তেজনাপূর্ন ম্যাচ হবে। কিন্তু সবকিছু যেন  উল্টো হচ্ছে! মনে হচ্ছে ওয়ানডে নয়, টেস্ট দেখছি।’

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status