প্রবাস
স্পেনে বায়তুল মুকাররম জামে মসজিদের নতুন কমিটি গঠন
বকুল খান, স্পেন থেকে
(৩ সপ্তাহ আগে) ৬ মার্চ ২০২৩, সোমবার, ৬:১৩ অপরাহ্ন

বাংলাদেশের মাদ্রিদ কমিউনিটির একমাত্র মসজিদ বায়তুল মোকাররম । গতকাল ৫ই মার্চ মসজিদটির নতুন কমিটি গঠন করা হয়েছে । কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর ফেসবুকসহ, সবখানে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ছেয়ে গেছে। যা নতুন এই কমিটির কাছে কমিউনিটির প্রত্যাশা অনেকগুন বাড়িয়ে দিয়েছে। কেননা এর স্থায়ী ভবন ক্রয় করা হয়েছে ইতিমধ্যে। মাদ্রিদের বাংলাদেশি মুসলমান কমিউনিটির দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণাঙ্গ ইসলামিক কমপ্লেক্স নির্মাণ। তিন বছর মেয়াদী এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মসজিদ কমিটির তিনবারের সভাপতি, কমিউনিটির অভিজ্ঞ ব্যক্তিত্ব খোরশেদ আলম মজুমদার। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তরুণ সংগঠক আলামিন মিয়া। এছাড়া এর নেতৃত্বে রয়েছে এক ঝাঁক তরুণ ।

দীর্ঘ পথ পরিক্রমায় প্রতিষ্ঠানটি বাংলাদেশি কমিউনিটির ঐক্য, আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে দুর্যোগকালীন সময়ে বায়তুল মোকাররম জামে মসজিদের উদ্যেগ উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে ত্রাণ এবং আর্থিক সহায়তা দিয়ে।
বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েছ এলাকায় প্রায় ৪৪০ মিটার আয়তনের মসজিদটি এক মিলিয়ন ইউরো ব্যয়ে ২৭শে জুলাই রেজিস্ট্রি হয় ।
২০০৬ সালে বায়তুল মোকারম মসজিদ বর্তমান ক্যালে প্রভিশন্স(calle provisiones) থেকে যাত্রা শুরু করে ।