ঢাকা, ১৫ মে ২০২৪, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

টিকটক ভিডিও করা নিয়ে ছাতকে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১:১২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২৭ পূর্বাহ্ন

mzamin

সুনামগঞ্জের ছাতকে টিকটক ভিডিও করা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে এক যুবক নিহত ও  আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় কয়েকজনকে আটক করা হয়। বুধবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার সুরমা ব্রিজের গোল চত্বর এলাকায় বাঁশখলা গ্রাম ও মুক্তিরগাঁও গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (৩৫)। মুক্তিরগাঁও গ্রামের চমক আলীর ছেলে তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুরমা ব্রিজের গোল চত্বর এলাকায় বুধবার বিকালে ছাতকের দুইজন মেয়ে ও মুক্তিরগাঁও গ্রামের কয়েকজন যুবক টিকটক ভিডিও বানাচ্ছিল। এ সময় বাঁশখলা গ্রামের যুবকরা তাদের বাধা দেয় ও অশোভন আচরণ করে। এর জেরে মুক্তিরগাঁও গ্রামের আব্দুস সোবানের ছেলে মামুনকে ছুরিকাঘাত করা হয়।

এই খবর মুক্তিরগাঁও গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা লাঠি-সোটা ও ইটপাটকেল নিয়ে বাঁশখলা গ্রামে গিয়ে লোকজনকে ডাকাডাকি শুরু করে। এ সময় বাঁশখলা গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

বিজ্ঞাপন
সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকান, একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় সাইফুল ইসলাম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার রঞ্জয় চন্দ্র মল্লিক বলেন, প্রায় চার ঘণ্টার সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে ছাতক ও দোয়ারাবাজার থানা পুলিশ গিয়ে ফাঁকা রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status