কলকাতা কথকতা
অ্যাডিনো ভাইরাসে কলকাতায় ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, আতঙ্ক
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৬ অপরাহ্ন
শনিবার রাত থেকে ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে তিন শিশুর। বয়স যথাক্রমে ৯ মাস, ৮ মাস ও দেড় বছর। পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিকে-এর ডা. বিসি রায় জানিয়েছেন, মৃত হাওড়ার উদয়নারায়ণপুরের শিশুটি অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ছিল। বাকি দু’জন? বলা হচ্ছে- অ্যাকিউট রেস্পিরেটরি ইনফেকশন বা এআরআইতে আক্রান্ত ছিল এই দুই শিশু। কিন্তু, অ্যাডিনো ভাইরাস সংক্রমণের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। নমুনা পাঠানো হয়েছে, ফল না এলে বলা সম্ভব নয়-জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে, কলকাতায় অ্যাডিনো ভাইরাসের প্রকোপ যে হারে বাড়ছে তা উড়িয়ে দেয়ার মতো নয় এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। উদয়নারায়ণপুরের শিশুটিকে একটি ইনটেনসিভ কেয়ারের বেড দেয়াও সম্ভব হয়নি। কারণ এই শিশু হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের কোনও বেড ফাঁকা ছিল না। শ্বাস নিতে অক্ষম শিশুটি ছটফট করতে করতে মারা যায়। দ্বিতীয় শিশুটিরও মৃত্যু হয়েছে এই হাসপাতালে। তৃতীয় শিশুটির নাম রুদ্রিক সরকার। কল্যাণীর জহরলাল নেহেরু হাসপাতাল রেফার করেছিল শিশুটিকে কলকাতা মেডিক্যাল কলেজে। সেখানেই রোববার রাতে মৃত্যু হয় শিশুটির। অ্যাডিনো ভাইরাস এবং এআরআই এত কাছাকাছি যে ডাক্তারদেরও সমস্যা হচ্ছে রোগ নির্ণয়ে। শ্বাসকষ্ট নিয়ে শিশু রোগীর সংখ্যা ক্রমশঃ যেভাবে বাড়ছে তাতে শঙ্কিত বিশেষজ্ঞ চিকিৎসকরা, করোনার মতো শিশুদের মধ্যে এই রোগ না আবার ভয়ঙ্কর হয়ে যায়!