কলকাতা কথকতা
কলকাতা কথকতা
সৌরভ বল করলেন, রণবীর করলেন ব্যাট
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ২৬ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ৯:৫০ অপরাহ্ন

রবিবাসরীয় সন্ধ্যা বর্ণিল হয়ে উঠলো ইডেন উদ্যানে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বল করলেন। ব্যাটিং করলেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর। উপলক্ষ ছিল মায় ঝুটি তু মক্কর ছবির প্রমোশন। রবিবার ইডেন দেখলো একটি প্রদর্শনী ম্যাচ, সৌরভ বনাম রণবীর একাদশের মধ্যে। খেলাটি একদম গৌণ ছিল, ছবির প্রমোশনই ছিল মূল উদ্দেশ্য ।
ইডেনে সৌরভ-রণবীর বায়োপিক নিয়ে কথা বলবেন এমনটা আশা করা হয়েছিল। কিন্তু, রণবীর জানালেন, এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি। তবে তিনি সৌরভের ভূমিকায় অভিনয় করতে পারলে খুশি হবেন। কারণ, সৌরভ ভারতীয় ক্রিকেটের একজন আইকন শুধু নয়, বিশ্ব ক্রিকেটের নক্ষত্র। এদিন দুই জগতের দুই তারকার উপস্থিতিতে জমে উঠে ইডেন।
রণবীর বলেন, দাদা এমন একটা চরিত্র, যেকেউ এই চরিত্রে অভিনয় করতে চাইবে। এবার প্রযোজকদের সিদ্ধান্ত কাকে তারা নেবেন।
উল্লেখযোগ্য, সৌরভ তার বায়োপিকের জন্য রণবীর কাপুরকে চান। তার দ্বিতীয় পছন্দ হৃতিক রোশন।
এদিন সৌরভের করা ১০টি বল খেলেন রণবীর। বেশ কয়েকটি গ্যালারিতে পাঠান। এরপর সৌরভকে বল করেন রণবীর। খেলা শেষে সাংবাদিক সম্মেলনে রণবীর বলেন, দাদা যখন নাট ওয়েস্ট ট্রফিতে লর্ডসের ব্যালকনিতে জামা ওড়াচ্ছেন তখন আমার বয়স কুড়ি। সেই সময় দেশপ্রেমে ওই ঘটনা আমাকে উদ্বুদ্ধ করেছিল। সৌরভ বলেন, রণবীরের প্রতিটি ছবি আমি দেখি। শেষ দেখেছি ব্রহ্মাস্ত্র। ওর স্ত্রী আলিয়াও একজন ভালো অভিনেত্রী। আসলে রণবীরের মধ্যে কাপুর খানদানের রক্ত আছে। তাই ও অভিনয়টা স্বাভাবিক ভাবেই করে। রবিবারের ইডেন ঝলমল করে ওঠে দুই ক্ষেত্রের তারকার উপস্থিতিতে।