খেলা
পিএসএল ছাড়লেন সাকিব
স্পোর্টস রিপোর্টার
২১ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শেষে হুট করে পেশোয়ার জালমির হয়ে পাকিস্তান সুপার লীগে খেলার প্রস্তাব পান সাকিব আল হাসান। একটি ম্যাচ খেলেছেনও। তবে ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে গেছেন বাংলাদেশি অলরাউন্ডার। সাকিব চলে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমারজাই। এ নিয়ে পেশোয়ারের বিবৃতি শেয়ার করেছে পিসিবি, ‘যুক্তরাষ্ট্রে পরিবারের জরুরি কাজে যোগ দিতে পেশোয়ার জালমির স্কোয়াড ছেড়ে গেছেন সাকিব আল হাসান এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন আজমতউল্লাহ ওমারজাই।’ ওই বিবৃতিতে আরো জানানো হয়, দল প্লে অফে উঠলে সাকিবকে দেখা যাবে, ‘বাংলাদেশ অলরাউন্ডার পাকিস্তান সুপার লীগের প্লে অফে খেলতে পারেন, যদি পেশোয়ার জালমি ওঠে।’ দল ছাড়ায় হতাশা প্রকাশ করেছেন সাকিবও। বিবৃতিতে তিনি বলেন ‘গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বিষয়ে যোগ দেওয়ার জন্য আমাকে সাময়িকভাবে পিএসএল ছাড়তে হচ্ছে। আমি জানি এখানে আমার শক্তিশালী ভক্তগোষ্ঠী আছে এবং তাদের সামনে আমি সবগুলো ম্যাচ খেলতে উন্মুখ ছিলাম। কিন্তু হতাশ হওয়ার কারণ নেই, শেষ ভাগে আমি আবার ফিরে আসবো পেশোয়ারের শিরোপা পুনরুদ্ধারের মিশনে আমার ভূমিকা রাখতে।’ পেশোয়ার দুটি ম্যাচ খেলে একটি জিতেছে। সাকিব খেলেন করাচি কিংসের বিপক্ষে, তার রান ছিল মাত্র ১ এবং বল হাতে ছিলেন উইকেটশূন্য। আগামী ১৯শে মার্চ লাহোরে হবে এই আসরের ফাইনাল।