ঢাকা, ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

পাকিস্তানকে হেসেখেলে হারিয়ে সিরিজ নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারmzamin

শাস্তির খড়গ মাথায় নিয়ে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে পাকিস্তান। স্বাগতিকদের দেয়া ২৯২ রান তাড়ায় নেমে পাকিস্তানের প্রথম ৫ জন ব্যাটার সাকুল্যে করেন ১৯ রান। শেষ পর্যন্ত ৪১.২ ওভারে ২০৮ রানে থামে সফরকারীরা। বুধবার ৮৪ রানের জয়ে ২-০ ব্যবধানে সিরিজও জিতে নেয় ব্ল্যাক ক্যাপরা। প্রথম ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে মঙ্গলবার পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তির কথা জানায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এ কারণে তাদের প্রত্যেকের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়। দায় স্বীকার করে ম্যাচ রেফারি জেফ ক্রো’র দেয়া শাস্তি মেনে নেয় মোহাম্মদ রিজওয়ানের দল, তাই আনুষ্ঠানিক শুনানি প্রয়োজন পড়েনি। সেডন পার্কে দ্বিতীয় ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় পাকিস্তান। দলীয় সংগ্রহ পঞ্চাশ ছাড়িয়ে আউট হন ওপেনার নিক কেলি (৩১)। আগের ম্যাচে অভিষেকে দ্যুতি ছড়ানো মোহাম্মদ আব্বাস করেন ৬৬ বলে ৪১ রান। শেষ ওভারে মিচেল হে যখন পেসার মোহাম্মদ ওয়াসিমের মুখোমুখি হবেন, তখন তার ব্যক্তিগত সংগ্রহ ৭২ বলে ৭৭ রান। সেই ওভারে এক বল ডট খেলেও দুই ছক্কা ও দুই চারে ২২ রান সংগ্রহ করেন এই উইকেট-কিপার ব্যাটার। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি থেকে দূরে থাকেন এই কিউই তারকা ক্রিকেটার। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ দু’টি করে উইকেট নেন ওয়াসিম ও সুফিয়ান মুকিম। রান তাড়ায় নেমে হুরমুড় করে ভেঙ্গে পড়ে সফরকারী দলের ব্যাটিং লাইন আপ। প্রথম ৫ ব্যাটার আবদুল্লাহ শফিক, ইমাম উক হক, বাবর আজম, অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা আউট হন ব্যক্তিগত যথাক্রমে ১, ৩, ১, ৫ ও ৯ রানে। ১১.৪ ওভারে পাকিস্তানের স্কোরকার্ড ছিল ৫ উইকেটে ৩২ রান। পরের উইকেটে তাইয়্যিব তাহিরের সঙ্গে ৫৫ বলে ৩৩ রানের জুটিতে লজ্জাজনক হার থেকে দলকে বাঁচানোর চেষ্টা করেন ফাহিম আশরাফ। তবে এদিন পাকিস্তানের সেরা জুটিটি আসে শেষ উইকেটে, যা দেখে লজ্জায় পড়ার কথা দলের টপ অর্ডার ব্যাটারদের। ৩৮তম ওভারে আউট হবার আগে নাসিম শাহর সঙ্গে গড়েন ৫৬ বলে ৬০ রানের জুটি। নিজে আউট হন ব্যক্তিগত সর্বোচ্চ ৭৩ রান করে। ব্ল্যাক ক্যাপদের জয়ের জন্য দেরি করান নাসিম। পাকিস্তানি এই পেসার ৪৪ বলে খেলেন ৫১ রানের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। অথচ একাদশেই ছিলেন না তিনি। ২৪.৪ ওভারে উইল ও’রুর্কের বলে আঘাত পেয়ে উঠে যান হারিস রউফ। তার জায়গায় কনকাশন সাব হিসেবে নামেন নাসিম। 
৪১ বলে তুলে নেন ওয়ানডেতে নিজের প্রথম ফিফটি। ২০১৬তে ইংলিশদের বিপক্ষে মোহাম্মদ আমিরের পর পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সবার শেষে নেমে ফিফটি করলেন নাসিম। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন বেন সিয়ার্স। ৩ উইকেট নেন জ্যাকব ডাফি। ৯৯ রানে অপরাজিত থাকা ও ৪ ক্যাচ নেয়া মিচেল হে ম্যাচসেরা।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status