খেলা
ক্যাম্প শুরুর আগে ফিরছেন বাটলার
স্পোর্টস রিপোর্টার
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
২৫শে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের পরের দিন দলের সঙ্গে ঢাকায় ফিরেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। পরদিন তিনি স্পেনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। বাংলাদেশের ঘরোয়া ফুটবল এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে। এর আগে ঈদের ছুটি ও ক্লাব ফুটবলের প্রস্তুতি। ফাঁকা এই সময়টাকে হাভিয়ের ছুটি কাটানোর জন্য বেছে নিয়েছেন। এপ্রিলে ঘরোয়া ফুটবল শুরুর পর টানা দুই মাস ব্যস্ত থাকতে হবে তাকে। ওই সময় তার কাজ হবে লীগ দেখে খেলোয়াড় নির্বাচন ও ১০শে জুন সিঙ্গাপুর ম্যাচের জন্য পরিকল্পনা সাজানো। হামজা-জামালরা এশিয়ান কাপ বাছাইয়ের খেলা শুরু করেছেন মার্চে। সাবিনাদের এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু হবে জুনে। দুই বছর আগে আর্থিক সংকটের কারণ দেখিয়ে অলিম্পিক ফুটবল বাছাই খেলতে নারী ফুটবল দলকে মিয়ানমার পাঠায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার সেই মিয়ানমারেই মেয়েদের যেতে হবে এশিয়ান কাপ বাছাই পর্ব খেলার জন্য। বাছাই পর্বে বাংলাদেশ ‘সি’ গ্রুপে পড়েছে। গ্রুপের অন্য তিন প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ পর্যায়ে ২০১৭ ও ২০১৯ সালে টানা দুই বার এশিয়ার মূল পর্বে খেললেও সিনিয়র দলের কখনো খেলার সুযোগ হয়নি। নারী এশিয়ান কাপ বাছাইয়ে ৩৪ দলকে আটটি গ্রুপে বিভক্ত করা হয়। যার মধ্যে ছয়টি গ্রুপে চারটি করে এবং বাকি দুই গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। বাংলাদেশের গ্রুপের খেলা ২৩ জুন থেকে ৫ই জুলাই অনুষ্ঠিত হবে মিয়ানমারে। এই আট গ্রুপর চ্যাম্পিয়ন দল আগামী বছর ১-২৬ মার্চ অনুষ্ঠিতব্য মূল পর্বে অংশ নেবে। বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন চীন ও আরও দুই শীর্ষ দেশ কোরিয়া এবং জাপান সরাসরি মূল পর্বে খেলবে। বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই শুরু করবে। বাফুফে ৫৫ জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছে ঈদের পর। মেয়েদের প্রস্তুতি এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু করবে বাফুফে। ৬ এপ্রিল নারী ফুটবলারদের ক্যাম্পে যোগ দিতে বলেছে তারা। দলটির ব্রিটিশ কোচ পিটার বাটলারের ওইদিনই ইংল্যান্ড থেকে ফেরার কথা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলে ঢাকায় আসার পর মেয়েদের ছুটি দিয়ে বাটলারও দেশে ফিরে যান। বাটলার-সাবিনাদের দ্বন্দ্বের সমাধান এখনও হয়নি। এর মধ্যে সাবিনাসহ ৭ জন ঈদের পরই ভুটানের লীগে খেলতে যাওয়ার কথা রয়েছে। ফলে বাকি ১১ জন ফুটবলার বাটলারের অধীনে অনুশীলন করবেন কি না কিংবা তাদের বাটলার অনুশীলনে গ্রহণ করেন কি না সেটাই দেখার বিষয়। যদিও বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ দাবি করেছিলেন মেয়েরা ছুটির পর অনুশীলনে ফিরবেন।