ঢাকা, ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

ডাফি এখন ১ নম্বর বোলার

স্পোর্টস ডেস্ক
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারmzamin

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে বল হাতে চমক দেখান জ্যাকব ডাফি। এবার পেলেন বড় স্বীকৃতি। দীর্ঘদেহী এই পেসার এখন আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার। সদ্য নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন জ্যাকব ডাফি। পাঁচ ম্যাচে ডাফির শিকার ১৩ উইকেট।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের শুরু থেকে ভালো করতে থাকায় র?্যাঙ্কিংয়ে তরতরিয়ে ওপরের দিকে উঠে আসছিলেন ডাফি। গত সপ্তাহে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছিলেন শীর্ষ পাঁচে। গতকাল আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে চার স্পিনার ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, ভারতের বরুণ চক্রবর্তী, ইংল্যান্ডের আদিল রশিদ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে চূড়ায় উঠে আসেন এ কিউই পেসার।
বোলারদের র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের আরেক পেসার বেন সিয়ার্স। ২১ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠে এসেছেন সিয়ার্স। পাকিস্তান সিরিজে তিনটি টি-টোয়েন্টি খেলে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। গত মাসে বাংলাদেশের কোনো টি-টোয়েন্টি ম্যাচ না থাকলেও বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের। দুজনই এক ধাপ করে এগিয়ে যথাক্রমে ১৫ ও ১৯ নম্বরে আছেন। অফ স্পিনার মেহেদী হাসান আগের অবস্থান ১৩ নম্বরেই আছেন।
ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা আট নম্বরে উঠে এসেছেন টিম সাইফার্ট। নিউজিল্যান্ডের এই ওপেনার পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৩৮ বলে ৯৭ রানে অপরাজিত ছিলেন। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া বাবর আজম নেমে গেছেন নয় নম্বরে। শীর্ষ ত্রিশে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান নেই। এক ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন তাওহিদ হৃদয়।
অলরাউন্ডারদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে কোনো বদল আসেনি। যথারীতি সবার ওপরে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া। সাকিব আল হাসানের সুবাদে এক সময় অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ওপরের দিকেই থাকত বাংলাদেশের নাম। এখন শীর্ষ ত্রিশেও বাংলাদেশের কোনো অলরাউন্ডার নেই।
দলীয় র‌্যাঙ্কিংয়েও উন্নতি করেছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে পাঁচে নামিয়ে চারে উঠে এসেছে কিউইরা। পাকিস্তান আছে আগের মতোই সাত নম্বরে। বাংলাদেশ আছে নয় নম্বরে।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status