প্রবাস
বার্সেলোনায় বসন্ত বরণ উৎসব
বকুল খান, স্পেন
(৭ মাস আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ৪:১০ অপরাহ্ন

পর্যটন নগরী বার্সেলোনো বাংলাদেশি অধ্যুষিত এলাকায় স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন স্পেন শাখার বসন্ত বরণ উৎসব ‘ফাল্গুনী মেলা’ অনুষ্ঠিত হয়েছে । বার্সেলোনার কায়ে দেল মারকোয়েস দে কামপো সাগরাদোর হলরুমে এ মেলা অনুষ্ঠীত হয়। গতকাল বিকেলে অনুষ্ঠিত ফাল্গুনী মেলায় নুরে আমিন টোকনের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সহ সভাপতি মাসুদা পারভীন মুন্নি পাখী, জামিল হোসেন, মারুফ আলী, আনোয়ার হোসেন রাজু গাজী, সাথে ছিলেন নাহিদা আফরিন মৃধা মৌসুমী, লাকী টোকন অহনা দিবা, ফয়সাল আহমেদ, সুমন দেওয়ান, রবিউল শাহ।
কেক কেটে অনুষ্ঠান শুরু করেন বার্সেলোনার কনসুলেট সিনিয়র রামন পেদ্রো । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনীয়া আওয়ামী লীগ এর সভাপতি শফিকুল ইসলাম স্বপন, বার্সেলোনা আওয়ামী লীগের সভাপতি শাহ আলম স্বাধীন, উপদেষ্টা কামরুল মোহামেদ, সান্তা কলোমা আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক এ কে আজাদ মোস্তফা, কাতালুনিয়া যুবলীগ সভাপতি সালাউদ্দিন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কাতালোনীয়া বার্সেলোনার সভাপতি জেবুন্নেছা জেবু, সাধারণ সম্পাদক সাবরিনা জাহান পুতুল,যুগ্ন সাধারন সম্পাদক সালমা ইসহাক,সাংগঠনিক সম্পাদক নাজমা নাহার, স্বপ্না রহমান, দপ্তর সম্পাদক শামসুন নাহার রেনু, কাতালোনীয়া মহিলা সমিতির সভাপতি মেহেতাব হক জানু, আমাদের বার্সেলোনার সংগীত শিল্পী মন্জু স্বপন, ইন্ডিয়ান স্যুট এবং সুরমা টিভির পলাশ সহ সামাজিক, সাংগঠনিক ও সাংবাদিক ব্যক্তি বর্গ।
মন্তব্য করুন
প্রবাস থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]