প্রবাস
ভাষার মাসে বার্সেলোনা বাংলা স্কুলে পুরস্কার বিতরণ
বকুল খান, স্পেন
(১ বছর আগে) ১৪ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৫:২৭ অপরাহ্ন
'ঊষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত স্লোগান হৃদয়ে ধারণ করে ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষাভাষীদের মাঝে বাংলাকে তুলে ধরছে বার্সেলোনা বাংলা স্কুল । প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম ও স্পেনিশদের কাছে বাংলা বর্ণমালা উপস্থাপনায় অনবদ্য অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি। বাংলা সংস্কৃতি, বাঙালিয়ানা প্রবাসে জীবন্ত করে তুলতে বাংলা স্কুলের অবদান কম নয়। বাংলাদেশের জাতীয় দিবসসহ বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসবের আয়োজন করে থাকে স্কুল কর্তৃপক্ষ । গত শনিবার বার্সেলোনার স্থানীয় একটি অডিটরিয়ামে বার্সেলোনা বাংলা স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ‘রেই দে মাগো কোলাবোরাসিয়ন লা কায়িক্সা ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয় । প্রায় শতাধিক ছাত্রছাত্রী এতে অংশ নেন। তাদের উৎসাহ উদ্দীপনা দিতে এগিয়ে এসেছে স্পেনের প্রতিষ্ঠিত ব্যাংক লাকাইসা | অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মোহাম্মদ জুয়েল আহম্মদ, জাহাঙ্গীর আলম ও মাসুদা পারভিন। এতে সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনস্যুলার অব বাংলাদেশ বার্সেলোনার কনস্যুলেট সিনিয়র রামন পেদ্রো। বিশেষ অতিথি ছিলেন ডিরেক্টরা সেলিয়া ও আওয়াল ইসলাম, জাহান আরা জানু। আরও উপস্থিত ছিলেন শফিকুর রহমান ,সাজিদ রহমান সোহেল, আফাজ জনি, জাফার হোসাইন, ফয়সাল আহমেদ, উজ্জল হাছান প্রমুখ।