খেলা
ফেডারেশন কাপ হ্যান্ডবল
স্পোর্টস রিপোর্টার
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবারদুই বছর পর ১২ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে প্রথম বিভাগ পুুরুষ ও নারী হ্যান্ডবল লীগের খেলা। দুই বিভাগেই অংশ নেবে চারটি করে দল। পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ ও টিম হ্যান্ডবল ঢাকা এবং নারী বিভাগে অংশ নেবে বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ঢাকা ও তেঁতুলিয়া। টুর্নামেন্টের বাজেট পাঁচ লাখ ৭৭ হাজার টাকা। এর মধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন দেবে তিন লাখ টাকা। টুর্নামেন্টের কোনো প্রাইজমানি নেই। টুর্নামেন্ট হবে সিঙ্গেল লীগভিত্তিক। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে খেলবে। এই আসরটি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালে। মঙ্গলবার হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। এ সময় ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার উপস্থিত ছিলেন।