খেলা
বাংলাদেশিদের সালাম জানালেন রোনালদো
স্পোর্টস ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবারবাংলাদেশকে চেনেন ক্রিস্টিয়ানো রোনালদো? কাতার বিশ্বকাপে যেভাবে এদেশের মানুষের ফুটবল প্রেম বৈশ্বিক গণমাধ্যমে প্রচার হয়েছে, তাতে লাল-সবুজ পতাকা নিয়ে ধারণা থাকতেও পারে পর্তুগিজ সুপারস্টারের। বিশ্বকাপের সময় যদি নাও চিনে থাকেন, এবার নিশ্চয়ই রোনালদো জানতে পেরেছেন পৃথিবীতে বাংলাদেশ নামের একটি দেশ রয়েছে। আর নিজের মুখেই বাংলাদেশের নাম উচ্চারণ করেছেন পাঁচটি ব্যালন ডি’অরের মালিক। গতকাল অমিতাভ দেবনাথ নামের এক যুবক নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে দেখা যায়, ইসলামী কায়দায় বাংলাদেশি ফুটবল অনুরাগীদের শুভেচ্ছা জানান রোনালদো। সিআরসেভেন বলেন, ‘সালামু আলাইকুম বাংলাদেশ। বাই বাই।’ ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে, বাংলাদেশি এক ব্যক্তি রোনালদোর কাছে গিয়ে এ দেশ নিয়ে কিছু বলার অনুরোধ করেছিলেন। ভিডিও ধারণকারী সেই অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানতে ভিডিও পোস্টকারী অমিতাভের সঙ্গে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে দৈনিক মানবজমিন। সিলেটের ফেঞ্চুগঞ্জবাসী অমিতাভ বলেন, ‘ভিডিওটি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত। আমিও সেই লোকের পরিচয় জানার চেষ্টা করছি।’ তবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির নাম মনে করতে পারেননি অমিতাভ দেবনাথ। অমিতাভ দেবনাথের পোস্টকৃত ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিও আপলোড করার তিন ঘণ্টার মধ্যে তাতে ১৭ হাজারেরও বেশি রিয়েক্ট পড়ে। শেয়ার হয় দশ হাজারেরও বেশি।